IND vs AUS 1st Test: সজীব পিচে হোঁচটের ট্র্যাডিশন অব্যাহত, পারথে দেড়শো রানে অল আউট টিম ইন্ডিয়া, বিরাটদের ব্যর্থতার মাঝে লড়লেন নীতীশ, পন্থ
অস্ট্রেলিয়া সফরের শুরুটা একেবারেই ভাল হল না টিম ইন্ডিয়ার। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অল আউট হয়ে গেলেন জশপ্রীত বুমরা-রা।
শুরুতেই চিন-মিউজিক। অস্ট্রেলিয়া সফরের শুরুটা একেবারেই ভাল হল না টিম ইন্ডিয়ার। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অল আউট হয়ে গেলেন জশপ্রীত বুমরা-রা। এদিন, ৫০ ওভারের মধ্যেই গুটিয়ে যায় বুমার-দের ইনিংস। ৮ নম্বরে নেমে অভিষেক টেস্টে খেলে নীতীশ রেড্ডি ৪১ রানের দুরন্ত ইনিংস না খেললে পারথে আরও বড় লজ্জার মুখে পড়তে হত ভারতীয় দলকে। জোস হ্যাজেলডউ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ও মিচেল মার্শের আগুনে স্পেলে ঝলসে গেলেন বিরাট কোহলিরা। ৫৯ রানের মধ্যে ভারতীয় দলের অর্ধেক ইনিংস গুটিয়ে গিয়েছিল। ঋষভ পন্থ দুরন্ত কিছু শট খেলিয়ে আশা জাগিয়েছিলেন, কিন্তু এরপর কামিন্সের বলে ব্যক্তিগত ৩৭ রানে আউট হয়ে যান।
তবে লড়াই বলতে ওটুকুই। নীতীশের ৪১ আর পন্থ ৩৭। ওপেনার হিসেবে নামা কেএল রাহুল ভাল লড়ছিলেন, কিন্তু তৃতীয় আম্পয়ারের ভুল সিদ্ধান্তে ব্যক্তিগত ২৬ রানে ফিরে যেতে হয় তাঁকে। শূন্য রান আউট হন যশস্বী জয়সওয়াল ও দেবদূত পাদিক্কল। হ্যাজেলউডের বলে দিশেহারা দেখিয়ে আউট হন কোহলি (৫)। আরও পড়ুন- ভুল সিদ্ধান্তে আউট রাহুল
দেড়শো রানে অল আউট টিম ইন্ডিয়া
হতাশ করলেন ধ্রুব জুরেল (১১)-ও। রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে তাঁর ব্যাটের হাতে কথা ভেবেও খেলানো হয়েছিল। কিন্তু প্রথম ইনিংসে সেটা কাজে লাগল না। ৪ রানে আউট হন সুন্দর। অধিনায়ক বুমরা করেন ৮ রান। আর অভিষেক টেস্টে খেলতে নামা হর্ষিত রানা ৭ রানে আউট হন। প্রাপ্তি বলতে, পেসার-অলরাউন্ডার হিসেবে খেলে নীতীশ রেড্ডি-র ৫৯ বলে ১টি ওভার বাউন্ডারি, ৬টি বাউন্ডারি হাঁকিয়ে ৪১ রানের ইনিংসটা। হ্যাজেলউড ২৯ রান দিয়ে ৪টি, স্টার্ক ১৪ রান দিয়ে ২টি, মার্শ ১২ রান দিয়ে ২টি ও কামিন্স ৬৭ রান দিয়ে ২টি উইকেট নেন।
প্রথম ইনিংসের সংক্ষিপ্ত স্কোরবোর্ড-
ভারত: ১৫০
(যশস্বী: ০, রাহুল: ২৬, দেবদূত: ০, কোহলি: ৫, পন্থ: ৩৭, জুরেল: ১১, সুন্দর: ৪, রেড্ডি: ৪১, রানা: ৭, বুমরা: ৮, সিরাজ: ১, অতিরিক্ত: ১১)
(হ্যাজেলউড: ৪/২৯, কামিন্স: ২/৬৭, মার্শ: ২/১২, স্টার্ক: ২/১৪, )