IND W vs AUS W 1st ODI Live Streaming: টেস্ট জয়ের পর আজ ওয়ানডেতে অ্যালিসা হিলিদের বিপক্ষে হরমনপ্রীতরা; সরাসরি দেখবেন যেখানে

সরাসরি টিভিতে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, প্রথম ওয়ানডে ভারতে দেখবেন স্পোর্টস১৮ (Sports18) টিভি চ্যানেলে

IND W White-Ball Team (Photo Credit: BCCI Women/ X)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচ জয়ের পর আত্মবিশ্বাসী ভারতীয় মহিলা ক্রিকেট দল আজ প্রথম ওয়ানডে খেলতে নামবে। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও হবে মুম্বইয়ে। টেস্ট ম্যাচ থেকে হারের প্রতিশোধ নিতে মরিয়া অ্যালিসা হিলিরা। সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়া এমনিও দুর্ধর্ষ, তাই সফরকারীদের হারাতে হলে হরমনপ্রীতদের আজ সেরাটা দিতে হবে। কারণ, ইংল্যান্ডের কাছে প্রথম দু'টি টি-টোয়েন্টি হারের পর শেষ দু'টি টেস্ট ও একটি টি-টোয়েন্টি জিতে তিন ম্যাচের সিরিজ হাতছাড়া করে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের পঞ্চাশটি ম্যাচে জয় এসেছে ১০টি, হার জুটেছে ৪০টি। এরমধ্যে ঘরের মাঠে ২১টি ওয়ানডে ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জয় ও ১৭টি হার পেয়েছে ভারত। ২০০৭ সালের ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে খেলা শেষ সাত ম্যাচের কোনোটিতেই অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি ভারত। ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষবার ভারত-অস্ট্রেলিয়া একদিনের খেলা হয় ২০২১ সালের মার্চে, যেখানে তিন ম্যাচের সিরিজের শেষ দুই ম্যাচে ২২১ রানে ও পাঁচ উইকেটে হেরেছিল ভারত। IND vs SA 1st Test, Day 3 Live Streaming: এলগারের শতকে এগিয়ে প্রোটিয়া, কীভাবে থামাবে রোহিতরা; সরাসরি দেখুন

অস্ট্রেলিয়া মহিলা দল: ফোবি লিচফিল্ড, অ্যালিসা হিলি (উইকেটরক্ষক/অধিনায়ক), এলিস পেরি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহ্যাম, আলানা রাজা, কিম গার্থ, মেগান স্কট, জেস জোনাসেন, হিদার গ্রাহাম, ডার্সি ব্রাউন।

ভারতীয় মহিলা দল: স্মৃতি মন্ধনা, শেফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল, হরমনপ্রীত কউর (অধিনায়ক), জেমাইমা রডরিগেজ, দীপ্তি শর্মা, স্নেহ রানা, পূজা বস্ত্রকার, রেণুকা ঠাকুর সিং, শ্রেয়ানকা পাতিল, আমনজোত কৌর, মান্নাত কাশ্যপ, রিচা ঘোষ, সাইকা ইসহাক, তিতাস সাধু।

কবে, কোথায় আয়োজিত হবে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, প্রথম ওয়ানডে?

২৮ ডিসেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা।

কখন থেকে শুরু হবে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, প্রথম ওয়ানডে?

ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, প্রথম ওয়ানডে শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, প্রথম ওয়ানডে দেখবেন

সরাসরি টিভিতে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, প্রথম ওয়ানডে ভারতে দেখবেন স্পোর্টস১৮ (Sports18) টিভি চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, প্রথম ওয়ানডে

সরাসরি অনলাইনে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, প্রথম ওয়ানডে দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema) অ্যাপে।