IND vs UAE, T20 Emerging Teams AsiaCup: আরব আমির শাহিকে সহজেই হারিয়ে এমার্জিং এশিয়া কাপের সেমিতে ভারতীয় এ দল

গ্রুপ পর্বের ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিল আরব আমির শাহি। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৬.৫ ওভারে ১০৭ রানেই অলআউট হয়ে যায় আরব আমির শাহি। রশিক সালাম দার ৩ এবং কেকেআরের অলরাউন্ডার রমনদীপ সিং ২ উইকেট নেন।

India A Beat USA (Photo Credit: X@BCCI)

টি-টোয়েন্টি ফরম্যাটে শুরু হওয়া এমার্জিং এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল ভারত এ দল।তিলক ভার্মার নেতৃত্বে এ বারের টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল ভারতীয় এ দল। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে এক পা ফেলে রেখেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে আরব আমির শাহির বিরুদ্ধেও বড় জয় পেতেই এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল ভারত।

 

গ্রুপ পর্বের ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিল আরব আমির শাহি। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৬.৫ ওভারে ১০৭ রানেই অলআউট হয়ে যায় আরব আমির শাহি। রশিক সালাম দার ৩ উইকেট এবং কেকেআরের অলরাউন্ডার রমনদীপ সিং ২ উইকেট নেন। মাত্র ১০৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই ওপেনার প্রভসিমরন সিংয়ের উইকেট হারায় ভারত। তবে বাঁ হাতি ওপেনার অভিষেক শর্মার বিধ্বংসী ব্য়াটিং এ ভর করে ১০.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্য পেরিয়ে যায় ভারত। ৬টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারিতে মাত্র ২৪ বলে ৫৮ রানের ইনিংস খেলেন অভিষেক। গ্রুপের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ওমান। ৩ উইকেট শিকারী রশিক সালাম দার ম্যাচের সেরা নির্বাচিত হন।

 



@endif