IND vs BAN 1st Test: বুমরাদের আকাশে দীপ নিভল নাজমুলদের, চেন্নাইয়ে ১৪৯ রানে শেষ বাংলাদেশ, ফলো অন না করিয়ে ফের নামলেন রোহিতরা
চেন্নাইয়ে চুরমার বাংলাদেশ। ভারতের ৩৭৬ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১৪৯ রানে অল আউট হয়ে গেল।
চেন্নাইয়ে চুরমার বাংলাদেশ। ভারতের ৩৭৬ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১৪৯ রানে অল আউট হয়ে গেল। জশপ্রীত বুমরা, আকাশ দীপ, রবীন্দ্র জাদেজা-দের দুরন্ত স্পেলে নাজমুল হোসেন শান্তোর দল দাঁড়াতেই পারল না। মাত্র ৪৭ ওভারেই গুটিয়ে গেল পদ্মাপাড়ের দেশের ইনিংস। পাকিস্তানকে পাকিস্তানে হোয়াইটওয়াশ করে টেস্ট সিরিজ ইতিহাস গড়ে ভারতে এসে সাকিব-মুশফিকুররা টের পাচ্ছেন, বাবর আর বিরাটদের ফারাক অনেকটাই। বুমরা একাই নিলেন ৪ উইকেট। অশ্বিন বাদে ভারতের বাকি বোলাররা দুটি করে উইকেট পেলেন। নজর কাড়লেন বাংলার পেসার আকাশদীপ। বুমরা ৫০ রানে ৪টি , আকাশদীপ ও জাদেজা-দুজনেই ১৯ রানে ২ উইকেট নিলেন। মহম্মদ সিরাজ ৩০ রানে নিলেন ২টি উইকেট। প্রথম ইনিংসে ভারতের লিড দাঁড়াল ২২৭ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৫ রানে আউট হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ইনিংসে রোহিত ৬ রানে আউট হন।
প্রথম ইনিংসে ২০০ বা তার বেশী রানে লিড থাকায় চাইলে ফলো অন করিয়ে বাংলাদেশকে ফের ব্যাটিং করতে নামাতে পারতেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু আধুনিক ক্রিকেটে কেউ এখন আর ফলো অন করান না। তাই চেন্নাই টেস্টের তৃতীয় ইনিংসে নামছে টিম ইন্ডিয়া। এবার রোহিতদের লক্ষ্য হবে লিডটা ৪২৫-৪৫০ রানে নিয়ে গিয়ে ডিক্লেয়ার করা।
দেখুন চেন্নাই টেস্টে প্রথম ইনিংসের স্কোরবোর্ড
প্রথম ইনিংসে চেন্নাইয়ের দ্বিতীয় দিনের পিচে বাংলাদেশের ব্যাটাররা বুমরা, আকাশদীপদের বলের সামনে চোখে সর্ষে ফুল দেখলেন। মাত্র ৪৯ রানের মধ্যে বাংলাদেশের অর্ধেক ইনিংস গুটিয়ে গিয়েছিল। শুরুতেই বাংলাদেশের ওপেনার শাদমান ইসলাম (২)-কে বোল্ড করে দেন বুমরা। এরপর জাকির হাসান ও মমিনুল হক-এর উইকেট ছিটকে দেয় আকাশ দীপের দুটি অবিশ্বাস্য ডেলিভারি। বাংলাদেশের প্রথম তিন ব্যাটারই প্যাভিলিয়নে ফেরেন বোল্ড হয়ে।