IND vs BAN, 1st Test 2019: ভারতীয় পেসারদের দাপটে দ্বিতীয় ইনিংসেও ধুঁকছে বাংলাদেশ, ইন্দোর টেস্টে জয়ের দিকে এগোচ্ছে বিরাট কোহলিরা
IND vs BAN, 1st Test 2019- ইন্দোরে প্রথম টেস্টে চালকের আসনে ভারত ( India)। প্রায় কোণঠাসা বাংলাদেশ (Bangladesh)। টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে ৬০ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছে তারা। এখনও ভারতের চেয়ে ২৮৩ রানে পিছিয়ে তারা। ক্রিজে আছেন মুশফিকুর রহিম (Mushfiqur Rahim) (৯) ও মাহমুদুল্লাহ (Mahumudulah)(৬)। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শুরুতে বাংলাদেশের ইনিংসকে চাপে ফেলে দিয়েছেন ভারতীয় পেসাররা। ১৬ রানের মধ্যেই দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফেরান তাঁরা। প্রথমে ইমরুল কায়েসকে (৬) অসাধারণ ডেলিভারিতে বোল্ড করেন উমেশ যাদব। তার পর শাদমান ইসলামকে (৬) বোল্ড করেন ইশান্ত শর্মা। এর পর অধিনায়ক মোমিনুল হককে (৭) এলবিডব্লিউ করেছিলেন মহম্মদ শামি। রিভিউ নিয়েছিল ভারত। তাতেই দেখা যায় বল উইকেটে লাগছে। ৩৭ রানে তিন উইকেট হারিয়েছিল বাংলাদেশ। চতুর্থ উইকেট পড়ল ৪৪ রানে। শামির বাউন্সারে মারতে গিয়ে মহম্মদ মিঠুন (১৮) আউট হন। চতুর্থ উইকেটে এখনও পর্যন্ত ১৬ রান যোগ করেছেন মুশফিকুর-মাহমুদুল্লাহ। তবে ভারতীয় পেসারদের সামনে দিশেহারা অবস্থায় তাঁরা।
ইন্দোর, ১৬ নভেম্বর: IND vs BAN, 1st Test 2019- ইন্দোরে প্রথম টেস্টে চালকের আসনে ভারত ( India)। প্রায় কোণঠাসা বাংলাদেশ (Bangladesh)। টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে ৬০ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছে তারা। এখনও ভারতের চেয়ে ২৮৩ রানে পিছিয়ে তারা। ক্রিজে আছেন মুশফিকুর রহিম (Mushfiqur Rahim) (৯) ও মাহমুদুল্লাহ (Mahumudulah)(৬)। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শুরুতে বাংলাদেশের ইনিংসকে চাপে ফেলে দিয়েছেন ভারতীয় পেসাররা। ১৬ রানের মধ্যেই দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফেরান তাঁরা। প্রথমে ইমরুল কায়েসকে (৬) অসাধারণ ডেলিভারিতে বোল্ড করেন উমেশ যাদব। তার পর শাদমান ইসলামকে (৬) বোল্ড করেন ইশান্ত শর্মা। এর পর অধিনায়ক মোমিনুল হককে (৭) এলবিডব্লিউ করেছিলেন মহম্মদ শামি। রিভিউ নিয়েছিল ভারত। তাতেই দেখা যায় বল উইকেটে লাগছে। ৩৭ রানে তিন উইকেট হারিয়েছিল বাংলাদেশ। চতুর্থ উইকেট পড়ল ৪৪ রানে। শামির বাউন্সারে মারতে গিয়ে মহম্মদ মিঠুন (১৮) আউট হন। চতুর্থ উইকেটে এখনও পর্যন্ত ১৬ রান যোগ করেছেন মুশফিকুর-মাহমুদুল্লাহ। তবে ভারতীয় পেসারদের সামনে দিশেহারা অবস্থায় তাঁরা।
গতকাল ৩৪৩ রানের লিড নিয়ে রাতেই ইনিংসে ডিক্লোয়র ঘোষণা করেন ভারত অধিনায়ক বিপরোট কোহলি। শুক্রবার দ্বিতীয় দিনের শেষে ছয় উইকেটে ৪৯৩ তুলেছিল টিম ইন্ডিয়া। সেই রানেই ডিক্লেয়ার করে দিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। ফলে, শনিবার সকাল থেকেই ব্যাট করতে নামে বাংলাদেশ। আরও পড়ুন: Delhi Air Pollution: বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি, পঞ্চম ও নবম স্থানে কলকাতা, মুম্বই; স্কাইমেটের সমীক্ষা বাড়াল উদ্বেগ
বাংলাদেশের সামনে এখন টেস্ট বাঁচানোর কঠিন লড়াই। অন্যদিকে বিরোট কোহিল চাইছেন জয় দিয়েই সিরিজ শুরু করতে। আর সেদিকে তিনি অনেকটাই এগিয়ে গেছেন। বিরাট কোহালি চাইলে শনিবার আরও খানিকক্ষণ ব্যাট করে লিড বাড়িয়ে নিতে পারতেন। কিন্তু সেই রাস্তায় হাঁটেনি ভারত। বরং প্রথম দুই দিন ম্যাচে দাপট দেখানোর পর টেস্ট দ্রুত শেষ করার বার্তা দিতে চেয়েছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ১৫০ রানে শেষ হয়েছিলেন মোমিনুল হকরা। দ্বিতীয় ইনিংসে তাঁরা কতটা লড়তে পারেন, সেটাই দেখার।
এই টেস্ট ফের দেখাল ভারতীয় ব্যাটিং কত শক্তিশালী। বিরাট কোহালি, রোহিত শর্মা রান পাননি। চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে অর্ধশতরানের বেশি এগোননি। কিন্তু তারপরও স্কোরবোর্ডে প্রায় পাঁচশো তুলেছিল ভারত। যার নেপথ্যে ময়াঙ্ক আগরওয়ালের ২৪৩ রান। শেষ পাঁচ ইনিংসে এটা তাঁর দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ে মুগ্ধ সকলেই। শুক্রবার পড়ন্ত বেলায় রবীন্দ্র জাদেজা, উমেশ যাদবও দ্রুত রান তুলেছিলেন। শুক্রবার শেষ সেশনে উঠেছিল ১৯০ রান। সারা দিনে উঠেছিল ৪০৭ রান। এই দাপটের সামনে বাংলাদেশকে অসহায় দেখিয়েছে ইন্দোর টে