IND vs AUS 4th Test Live Scorecard: বুমরাহ-জাদেজার ঝুলিতে উইকেট, কনস্টাস-খোয়াজার জুটিতে ভালো শুরু অজিদের
অভিষেক করা ওপেনার কনস্টাস প্রথম টেস্টের প্রথম দিনেই ভারতকে চাপে রাখেন। মাত্র ৫২ বলে স্কুপ করে হাফসেঞ্চুরি করেন তিনি৷ মাঠে অস্বস্তি দেখিয়েও টিকে রয়েছেন মার্নাস লাবুশানে (৪৪*) এবং স্টিভ স্মিথ (১০*)। দিনের দুই সেশন শেষে অস্ট্রেলিয়ার স্কোর-১৭৬/২।
Australia National Cricket Team vs India National Cricket Team 4th Test: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল আজ চতুর্থ টেস্টে একে অপরের মুখোমুখি হয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফি বর্তমানে ১-১ সমতায় রয়েছে। আজ বক্সিং ডে টেস্টের শুরুতেই স্যাম কনস্টাস প্রথম সেশনে কিছু দুঃসাহসী হিট দিয়ে শুরু করেন। তাঁর ব্যাটিংয়ে বিরক্ত হয়ে ভারতীয় বোলাররাও যার ফলে এরপর উসমান খোয়াজা এবং মার্নাস লাবুশানের সঙ্গে দ্বিতীয় সেশনে লড়াইয়ে লিপ্ত হয়। তরুণ কনস্টাসের ব্যাটিং থেকে আত্মবিশ্বাস নিয়ে দুর্দান্ত ওপেনিংয়ে হাফ সেঞ্চুরি করেন খোয়াজা। এরপর ১২১ বলে ৫৭ রান করে ভারতের পেস তারকা বুমরাহর বলে আউট হন তিনি, তাঁর ক্যাচ আসে কেএল রাহুলের হাতে। এরপর মাঠে অস্বস্তি দেখিয়েও টিকে রয়েছেন মার্নাস লাবুশানে (৪৪*) এবং স্টিভ স্মিথ (১০*)। দিনের দুই সেশন শেষে অস্ট্রেলিয়ার স্কোর-১৭৬/২। Virat Kohli vs Sam Konstas Heated Argument: বক্সিং ডে টেস্টে ভারতীয় তারকা বিরাট কোহলিকে কাঁধ দিয়ে আঘাত অজি ওপেনার স্যাম কনস্টাসের, তর্কে জড়ালেন বিরাট (দেখুন ভিডিও)
এর আগে অভিষেক করা ওপেনার কনস্টাস প্রথম টেস্টের প্রথম দিনেই ভারতকে চাপে রাখেন। মাত্র ৫২ বলে স্কুপ করে হাফসেঞ্চুরি করেন তিনি৷ এরপর এই অজি তরুণের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বিরাট কোহলি। রবীন্দ্র জাদেজা অবশেষে পানীয় বিরতির কিছুক্ষণ পরেই ৬৫ বলে ৬০ রানে কনস্টাসকে আউট করে ভারতের দুঃখের অবসান ঘটান। কনস্টাস তার প্রথম দুই ওভারে থেকেই এমন মারমুখী ব্যাটিং শুরু করেন যে হিমশিম খেয়ে যান জসপ্রীত বুমরাহ, এই তালিকায় বাদ পড়েননি মহম্মদ সিরাজও। বক্সিং ডে টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। শুভমান গিলকে বাদ দিয়ে ওয়াশিংটন সুন্দরকে বাড়তি স্পিনার হিসেবে নিয়ে এসেছে ভারত। রোহিত শর্মাও বলেন যে তিনি ইনিংস উদ্বোধন করবেন তবে তাকে টিম শিটে তিন নম্বরে রাখা হয়েছে।