IND vs AUS 4th Test, Day 3 Border-Gavaskar Trophy 2023 Live Streaming: ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট তৃতীয় দিন, জেনে নিন কোথায়, কখন সরাসরি দেখবেন খেলা

ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচ। ভারতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার- এর স্পোর্টস চ্যানেলে।

IND vs AUS 4th Test, BGT 2023 (Photo Credit: ICC/ Twitter)

শুক্রবার, ১০ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে রবিচন্দ্রন অশ্বিনের ছয় উইকেটের সুবাদে ৪৮০ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। শেষ ১০ ওভারে ব্যাট করতে আসেন ভারতের ওপেনার শুভমন এবং অধিনায়ক রোহিত। এই জুটি ৩৬ রান করে ক্রিজে রয়েছেন। এখনও ভারত ৪৪৪ রানে পিছিয়ে। ৪ উইকেটে ২৫৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরিতে পৌঁছলেন অনায়াসে। লাঞ্চের পরের সেশনে অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্কের উইকেটও তুলে নেন অশ্বিন। ৪২২ বলে ১৮০ রান করা উসমান খাজাকে আউট করেন অক্ষর প্যাটেল। টড মারফিকে আউট করে অশ্বিন পাঁচ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। এরপর নাথান লায়নকে ষষ্ঠ উইকেটে তুলে নেন তিনি।

কোথায় আয়োজিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট তৃতীয় দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ? 

১০ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট তৃতীয় দিনে মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া।

কখন থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট তৃতীয় দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ?

ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচ।

টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?

ভারতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার- এর স্পোর্টস চ্যানেলে (Star Sports Network)। স্টার-এর স্পোর্টস চ্যানেলে হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। এছাড়া বিনামূল্যে খেলা দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)।

অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?

অনলাইনে সরাসরি স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App)



@endif