IND vs AUS 3rd Test Playing XI: ফিরলেন রোহিত শর্মা, সিডনিতেই টেস্টে অভিষেক হচ্ছে তরুণ নবদীপ সাইনির; দল ঘোষণা টিম ইন্ডিয়ার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের (India vs Australia) জন্য প্রথম একাদশ ঘোষণা করল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। দলে ফিরেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। শুভমন গিলের সঙ্গে তিনি ওপেন করতে নামবেন। অন্যদিকে তরুণ নবদীপ সাইনির (Navdeep Saini) অভিষেক হবে টেস্ট ক্রিকেটে। প্রথম একাদশে রোহিতের অন্তর্ভুক্তি মানে প্রথম দুটি টেস্টে ব্যর্থ মায়াঙ্ক আগরওয়াল বাদ গেছেন। অন্যদিকে, উমেশ যাদবের বদলে সেরা এগারোতে জায়া করে নিয়েছেন নবদীপ সাইনি। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় ইনিংসের সময় চোট পান উমেশ। বিসিসিআই জানিয়েছে যে বাকি দুই টেস্ট ম্যাচের আগে এই ফাস্ট বোলার পুরোপুরি সেরে উঠতে পারবেন না এবং তাই সিরিজ থেকে বাদ পড়েছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের (India vs Australia) জন্য প্রথম একাদশ ঘোষণা করল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। দলে ফিরেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। শুভমন গিলের সঙ্গে তিনি ওপেন করতে নামবেন। অন্যদিকে তরুণ নবদীপ সাইনির (Navdeep Saini) অভিষেক হবে টেস্ট ক্রিকেটে। প্রথম একাদশে রোহিতের অন্তর্ভুক্তি মানে প্রথম দুটি টেস্টে ব্যর্থ মায়াঙ্ক আগরওয়াল বাদ গেছেন। অন্যদিকে, উমেশ যাদবের বদলে সেরা এগারোতে জায়া করে নিয়েছেন নবদীপ সাইনি। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় ইনিংসের সময় চোট পান উমেশ। বিসিসিআই জানিয়েছে যে বাকি দুই টেস্ট ম্যাচের আগে এই ফাস্ট বোলার পুরোপুরি সেরে উঠতে পারবেন না এবং তাই সিরিজ থেকে বাদ পড়েছেন।
অধিনায়ক অজিঙ্কে রাহানে জানিয়েছেন, দলের সহ-অধিনায়ক হিসাবে রোহিত নেটে দুর্দান্ত ব্যাটিং করছেন এবং গোলাপী টেস্টে ইনিংসের শীর্ষে ব্যাট করতে দেখা যাবে তাঁকে। এমসিজি-তে মোট ৮ উইকেট ভাগ করে নেওয়া রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার স্পিন জুটি তৃতীয় টেস্টেও রেখেছে দল। আরও পড়ুন: Kapil Dev 62nd Birthday: ৬২তম জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব
তৃতীয় টেস্টের জন্য ভারতের একাদশ: শুভমন গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, অজিঙ্কে রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন আশ্বিন, নবদীপ সাইনি, মহম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরা।