IND and AUS Predicted XI for Perth Test: পার্থ টেস্টে কারা জায়গা করতে পারেন ভারতের একাদশে? কি হবে অস্ট্রেলিয়ার সমীকরণ

রোহিতের অনুপস্থিতিতে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইনিংস ওপেন করতে পারেন লোকেশ রাহুলের। তবে শুভমন গিল বুড়ো আঙুলের চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে যাওয়ায় রাহুলকে তিন নম্বরে নামিয়ে দেওয়া হতে পারে। অন্যদিকে,অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নারের বিকল্প এখনও খুঁজে পায়নি। এদিকে স্টিভ স্মিথও ফের চার নম্বরে ব্যাট করতে আসবেন ফলে টপ অর্ডার নিয়ে নয়া সমীকরণ গড়বে অজিরা।

IND vs AUS (Photo Credit: ICC/ X)

আগামীকাল ২২ নভেম্বর থেকে পার্থের অপটাস স্টেডিয়ামে বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। তবে অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতি এবং নানা চোটের গুঞ্জন ভারতকে প্রথম একাদশ বেছে নিতে বেশ সমস্যায় ফেলেছে। রোহিত না থাকায় অধিনায়কের দায়িত্ব নেবেন জসপ্রীত বুমরাহ। রোহিতের অনুপস্থিতিতে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইনিংস ওপেন করতে পারেন লোকেশ রাহুলের। তবে শুভমন গিল বুড়ো আঙুলের চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে যাওয়ায় রাহুলকে তিন নম্বরে নামিয়ে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে অভিমন্যু ঈশ্বরণ তাঁর প্রথম টেস্ট ক্যাপ পেয়ে ইনিংস ওপেন করতে পারেন। অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পরে ধ্রুব জুরেল নজর কেড়েছেন। তবে তিনি জায়গা করলে সরফরাজ খান দল থেকে বাদ পড়বেন। মুম্বইয়ের এই ব্যাটার নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করলেও তারপর তার ফর্মের অবনতি ঘটে। Border Gavaskar Trophy Commentators List: চেতেশ্বর পুজারা থেকে রেচেল খোয়াজা, একনজরে বর্ডার গাভাস্কার ট্রফির কমেন্ট্রি প্যানেল

পার্থে পেস ও বাউন্সের সুযোগ কাজে লাগাতে ভারত অন্তত একজন পেস বোলিং অলরাউন্ডারকে দলে নিতে পারে। গত সপ্তাহে ওয়াকায় ভারতের ইন্ট্রাস্কোয়াড ম্যাচে হর্ষিত রানা এবং নীতীশ কুমার রেড্ডি দুজনেই অনেক সময় ধরে বোলিং করেন। তবে সূত্রের খবর, অভিষেকের লড়াইয়ে হর্ষিতকে ছাড়িয়ে যেতে পারেন নীতীশ। ফলে রবিচন্দ্রন অশ্বিন বা রবীন্দ্র জাদেজার মধ্যে কেবল একজনই খেলবেন বলে আশা করা হচ্ছে। মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহকে প্রথম টেস্টে দেখা যাবে, তবে আরেক পেসার কে হবেন সেটি এখনও ঠিক করা হয়নি। তবে প্রসিদ্ধ কৃষ্ণা এবং আকাশ দীপের মধ্যে কেউ একজন জায়গা করে নেবে। আকাশ যেহেতু নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে শেষ দুটি সিরিজে দলে জায়গা পেয়েছেন, তাই তিনি খেলবেন বলে আশা করা হচ্ছে।

ভারতের সম্ভাব্য একাদশঃ যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরন, কে এল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, জসপ্রিত বুমরাহ (অধিনায়ক), মহম্মদ সিরাজ, আকাশ দীপ।

এদিকে অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নারের বিকল্প এখনও খুঁজে পায়নি। এদিকে স্টিভ স্মিথও ফের চার নম্বরে ব্যাট করতে আসবেন ফলে টপ অর্ডার নিয়ে নয়া সমীকরণ গড়বে অজিরা। আপাতত পার্থে টেস্টে অভিষেক করে ২৫ বছর বয়সী নাথান ম্যাকসুইনি উসমান খোয়াজার সঙ্গে ওপেন করবেন। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে রয়েছে শক্তিশালী ব্যাটসম্যান মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড এবং মিচেল মার্শ। শেফিল্ড শিল্ডে দুর্দান্ত ফর্মে থাকা অ্যালেক্স ক্যারি উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে জায়গা মজবুত করেছেন। বোলিং আক্রমণে মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড নতুন বলটি করবেন এবং এরপর আসবেন প্যাট কামিন্স। নাথান লায়ন একমাত্র স্পিনার হলেও সবার চোখ থাকবে অলরাউন্ডার হিসেবে মার্শের ভূমিকার দিকে।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশঃ নাথান ম্যাকসুইনি, উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, মিচেল মার্শ, ট্র্যাভিস হেড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।



@endif