ICC World Cup 2019: কাল থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ, জানুন আপনার কাজে লাগার মত পাঁচটা তথ্য

দেখতে দেখতে চলে এল বিশ্বকাপ ক্রিকেট ২০১৯। এই একটা বিশ্বকাপের জন্য চার বছর ধরে অপেক্ষা করে গোটা ক্রিকেট বিশ্ব। যতই IPL-আসুক, টি টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বকাপ হোক এই বিশ্বকাপটাই এখনও বাইশ গজের দুনিয়ায় সবার পছন্দের।

শুরু হচ্ছে বাইশ গজের বিশ্ব জয়ের লড়াই। (Photo Credits: Getty Images)

দেখতে দেখতে চলে এল বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ (ICC World Cup 2019)। কাল, বৃহস্পকিবার থেকে ইংল্যান্ড-ওয়েলশে শুরু হতে চলেছে বিশ্বকাপ। এই একটা বিশ্বকাপের জন্য চার বছর ধরে অপেক্ষা করে গোটা ক্রিকেট বিশ্ব। যতই IPL-আসুক, টি টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বকাপ হোক এই বিশ্বকাপটাই এখনও বাইশ গজের দুনিয়ায় সবার পছন্দের। বাইশ গজের বিশ্বসেরা মানেই ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া। এবার বিশ্বকাপের আসর বসছে ইংল্যান্ড-ওয়েলশে। ১৯৯৯ সালে শেষবার ইংল্যান্ডে আয়োজিত হয়েছিল বিশ্বকাপ। ২০ বছর পর ফের ব্রিটিশ মুলুকে ফিরল বিশ্বকাপ।

এবার বিশ্বকাপে ফিরল ১৯৯২ বিশ্বকাপের ফর্ম্যাট। মানে প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে রাউন্ড রবীন লিগে খেলবে, তারপর পয়েন্ট তালিকায় প্রথম চারটি দল উঠবে সেমিফাইনাল। তারপর নিয়ম মেনে দুটি দল খেলবে ফাইনাল। তারপর পাওয়া যাবে ফাইনাল। মানে ফাইনালে খেলা দুটি দলকে খেলতে হবে মোট ১১টি ম্যাচ।

এবার জেনে রাখুন বিশ্বকাপ ২০১৯-নিয়ে গুরুত্বপূর্ণ কিছু জিনিস--

১) উদ্বোধনী ম্যাচ

কাল, বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে খেলতে নামছে আয়োজক দেশ ইংল্যান্ড। তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। লন্ডনে হতে চলেছে এই ম্যাচ দারুণ জমতে চলেছে। ডেলস স্টেইনকে না পেলেও দক্ষিণ আফ্রিকা দল বেশ শক্তিশালী। তবে ফেভারিট হিসেবে নামছে ইংল্যান্ড। ওয়ানডে-তে এখন অপ্রতিরোধ্য ফর্মে ইয়ন মরগ্যানের দল। আইসিসি ক্রমতালিকায় ৫০ ওভারের ক্রিকেটে ইংল্যান্ডই শীর্ষে। জোস বাটলার, জো রুট, ইয়ন মরগ্যান, বেন স্টোকসের মত বিস্ফোরক ব্যাটসম্যানদের পাশাপাশি ইংল্যান্ডের বোলিংও খুব ভাল। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার মূল শক্তি তাদের বোলিং। রাবাদা, লুঙ্গি,ইমরান তাহেরদের তাকিয়ে প্রোটিয়ারা। উদ্বোধনী ম্যাচটা মূলত ইংল্যান্ডের ব্যাটিং বনাম দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের মধ্যে হতে চলেছে।

২) ভারতের খেলা কবে কবে

ভারতের অভিযান শুরু হচ্ছে ৫ জুন, সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তারপর কোহিলরা খেলবেন ওভালে ৯ জুন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কিউইরা হবেন কোহলিদের তৃতীয় প্রতিপক্ষ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৩ জুন, নটিংহ্যামে। তারপর মেগা ম্যাচ। ১৬জুন ম্যানচেস্টারে মুখোমুখি ভারত-পাকিস্তান। আফগানিস্তানের বিরুদ্ধে ২৩ জুন টিম ইন্ডিয়া খেলবে তাদের পঞ্চম ম্যাচে। রাউন্ড রবীন লিগে ভারতের শেষ চারটি ম্যাচ- ওয়েস্ট ইন্ডিজ (২৭ জুন), ইংল্যান্ড (৩০ জুন), বাংলাদেশ (২ জুলাই), শ্রীলঙ্কা (৬ জুলাই)।

৩) টুর্নামেন্টের ফরম্যাট

দশ দলের এই বিশ্বকাপে প্রতিটি দল প্রতিটি দলের বিরুদ্ধে একবার করে খেলবে। রাউন্ড রবীন লিগের পর পয়েন্ট তালিকা প্রথম চারটি দল সেমিফাইনালে উঠবে। তাই শুরুটা যে ভাল করবে সে দলের শেষ চারে ওঠার সম্ভবনা উজ্জ্বল।

৪) কোন চ্যানেলে দেখা যাবে খেলা

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে খেলা। ইংরেজি, হিন্দির মত বাংলাতেও হবে খেলার ধারাভাষ্য। ইন্টারনেটের মাধ্যমে দেখতে হলে হট স্টারে দেখুন খেলা। টিম ইন্ডিয়ার সব খেলাই শুরু হবে ভারতীয় সময় দুপুর তিনটে থেকে।

৫) কারা ফেভারিট

টি টোয়েন্টি আসার পর ওয়ানডে ক্রিকেটের ফলাফল অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে। যে দিনটা তার সে দিনটা তার, কুড়ি কুড়ির মত ৫০ ওভারের ক্রিকেটে এটা নিয়ম হয়ে গিয়েছে। তাই ফেভারিট বলে কিছু হয় না। তবে খাতায় কলম আর সাম্প্রতিক ফর্মের কথা বললে ভারত,ইংল্যান্ডকে রাখতে হচ্ছে। তবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা পিছিয়ে নেই। ধারাবাহিকতার অভাব থাকলেও পাকিস্তানও অঘটন ঘটানোর ক্ষমতা রাখে।