ICC Women's World Cup 2022: আইসিসি মহিলা বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বিসিসিআই
আইসিসি মহিলা বিশ্বকাপের (ICC Women's World Cup 2022) জন্য দল ঘোষণা হল বৃহস্পতিবার। বাংলার তিন ক্রিকেটার রয়েছেন দলে। ঝুলন গোস্বামী (Jhulan Goswami), রিচা ঘোষ (Richa Ghosh) ও দীপ্তি শর্মা (Deepti Sharma)। বিশ্বকাপের দলই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫টি ওডিআই-র জন্য রেখে দেওয়া হয়েছে। একমাত্র টি-২০ ম্যাচের জন্য অবশ্য আলাদা দল ঘোষণা করা হয়েছে। সেই দলে নেই মিতালি বা ঝুলনদের মতো সিনিয়র ক্রিকেটাররা।
আইসিসি মহিলা বিশ্বকাপের (ICC Women's World Cup 2022) জন্য দল ঘোষণা হল বৃহস্পতিবার। বাংলার তিন ক্রিকেটার রয়েছেন দলে। ঝুলন গোস্বামী (Jhulan Goswami), রিচা ঘোষ (Richa Ghosh) ও দীপ্তি শর্মা (Deepti Sharma)। বিশ্বকাপের দলই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫টি ওডিআই-র জন্য রেখে দেওয়া হয়েছে। একমাত্র টি-২০ ম্যাচের জন্য অবশ্য আলাদা দল ঘোষণা করা হয়েছে। সেই দলে নেই মিতালি বা ঝুলনদের মতো সিনিয়র ক্রিকেটাররা।
বিশ্বকাপ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের ভারতীয় দল: মিতালি রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কৌর (সহ অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, ইয়াস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, স্নেহ রানা, ঝুলন গোস্বামী, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, রেণুকা সিং ঠাকুর, তানিয়া ভাটিয়া, রাজেশ্বরী গায়কোয়াড়, পুনম যাদব।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টি-২০র জন্য ভারতীয় দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, ইয়াস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, স্নেহ রানা, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, রেণুকা সিং ঠাকুর, তানিয়া ভাটিয়া, রাজেশ্বরী গায়কোয়াড়, পুনম যাদব, একতা বিস্ত, এস মেঘনা, সিমরান দিল বাহাদুর।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের মহিলা দলের বিরুদ্ধে খেলবে ভারতের মেয়েরা। ৯ ফেব্রুয়ারি নেপিয়ারে টি-২০ ম্য়াচ দিয়েই নিউজিল্য়ান্ড সফর শুরু হবে ভারতের। এরপর পাঁচটি ওয়ান ডে খেলবে ভারত। ম্যাচগুলি হবে-১১ ফেব্রুয়ারি (নেপিয়ার), ১৪ ফেব্রুয়ারি (নেলসন), ১৬ ফেব্রুয়ারি (নেলসন), ২২ ফেব্রুয়ারি (কুইন্সটাউন) ও ২৪ ফেব্রুয়ারি (কুইন্সটাউন)। নিউজিল্যান্ডেই বসছে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের আসর, তাই অনেক আগেই সেখানে পৌঁছে প্রস্তুতি সেরে নিতে চাইছেন মিতালি রাজরা।