IND vs AUS ICC Women’s T20 World Cup Final 2020: ৮৫ রানে হারিয়ে পঞ্চমবার বিশ্বচ্যাম্পিয়ন, অস্ট্রেলিয়ার কাছে হার ভারতীয় নারীশক্তির

আইসিসি ওমেনস টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের কাছেই হেরেছিল গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ক্লাইম্যাক্সে এসে সেই ভারতকে দুরমুশ করে পঞ্চমবারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ১৮৪ রানের জবাবে ভারতের ৯৯ রানে হার। ৮৫ রানে ম্যাচ জয় করে অস্ট্রেলিয়া আজ আন্তর্জাতিক নারী দিবসে ভারতীয় নারীশক্তি প্রমাণ করার একটা সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু তা আর হল কই।

অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের (Photo Credits: Twitter)

আইসিসি (ICC) ওমেনস (Women's) টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) প্রথম ম্যাচে ভারতের কাছেই হেরেছিল গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (Australia)। বিশ্বকাপের ক্লাইম্যাক্সে এসে সেই ভারতকে দুরমুশ করে পঞ্চমবারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ১৮৪ রানের জবাবে ভারতের ৯৯ রানে হার। ৮৫ রানে ম্যাচ জয় করে অস্ট্রেলিয়া আজ আন্তর্জাতিক নারী দিবসে ভারতীয় নারীশক্তি প্রমাণ করার একটা সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু তা আর হল কই।

প্রথমে ভারতের সামনে বিরাট অংকের রানেয় চ্যালেঞ্জ ছুড়ে দেয় অস্ট্রেলিয়া। চাপের মুখে ভারতীয় ব্যাটিং হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। টুর্নামেন্টে ১৬১ রান করে দুরন্ত পারফর্ম করা শেফালিকে ফাইনালে প্রথম ওভারেই ফিরিয়ে দেন মেগান স্কাট। আর তাতেই জোর ধাক্কা খায় ভারত। যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারতীয় মেয়েরা। আরও পড়ুন, আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উপলক্ষে মহিলাদের আরও অগ্রসর হওয়ার বার্তা গুগল ডুডলে

পর পর ফিরে যান জেমাইমা রডরিগেজ(০), স্মৃতি মান্ধানা(১১), হরমনপ্রীত কৌর(৪), বেদা কৃষ্ণমূর্তিরা(১৯)। একা কিছুটা লড়াই চালালেন দীপ্তি শর্মা। ৩৩ রান করেন তিনি। আর তানিয়া ভাটিয়ার কনকাশন সাবস্টিটিউট রিচা ঘোষ (১৮)। অস্ট্রেলিয়ার হয়ে স্কাট ৪টি এবং জোনাসেন ৩টি উইকেট নেন। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক ম্যাগ ল্যানিং। ভারতীয় বোলারদের পিটিয়ে ৩৯ বলে ৭৫ রানের দুরন্ত ইনিংস খেলেন এলিসা হিলি। বেথ মুনি ৭৮ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে অজিরা। বিশ্বকাপ জিততে ভারতের মেয়েদের সামনে টার্গেট ছিল ১৮৫ রানের।



@endif