Happy Birthday Virat Kohli: আজ জন্মদিন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির, নিজেকে লিখলেন একটি চিঠি

আজ ৩১-এ পা দিলেন ভারতীয় দলের অধিনায়ক (Captain) বিরাট কোহলি (Virat Kohli)। জন্মদিনে নিজেকেই নিজে চিঠি (Letter) লিখে শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। জন্মদিনে নিজের ডাকনাম নিয়ে নিজেকে একটি চিঠি উপহার দেন। তাতে ১৫ বছর বয়সী চিকুকে (Chiku) লেখেন তাঁর জীবনের যাত্রা এবং জীবন তাঁকে যা যা শিখিয়েছে সবটাই লিখেছেন এই চিঠিতে।স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) নিয়ে ভুটানে (Bhutan) ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি। এবার সেখানেই জন্মদিন কাটাবেন বিরাট কোহলি। ছুটি থেকে ফিরে ১৪ নভেম্বর ভারত বনাম বাংলাদেশের (IND Vs BAN) টেস্ট ম্যাচে (Test Match) তিনি দলে যোগ দেবেন। তাঁর অবর্তমানে টি-২০ সিরিজে বিরুদ্ধে দলের অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন রোহিত শর্মা।

বিরাট কোহলির জন্মদিন (Photo Credits: Getty/ Instagram)

Virat Kohli 31st Birthday: আজ ৩১-এ পা দিলেন ভারতীয় দলের অধিনায়ক (Captain) বিরাট কোহলি (Virat Kohli)। জন্মদিনে নিজেকেই নিজে চিঠি (Letter) লিখে শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। তাতে ১৫ বছর বয়সী চিকুকে (Chiku) লেখেন তাঁর জীবনের যাত্রা এবং জীবন তাঁকে যা যা শিখিয়েছে। স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) নিয়ে ভুটানে (Bhutan) ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি। এবার সেখানেই জন্মদিন কাটাবেন বিরাট কোহলি। ছুটি থেকে ফিরে ১৪ নভেম্বর ভারত বনাম বাংলাদেশের (IND Vs BAN) টেস্ট ম্যাচে (Test Match) তিনি দলে যোগ দেবেন। তাঁর অবর্তমানে টি-২০ সিরিজে বিরুদ্ধে দলের অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma)।

 

View this post on Instagram

 

What a blessing to be able to visit such divine places with my soulmate. Also thank you everyone for your kind wishes from the bottom of my heart. 🙏😇❤️

A post shared by Virat Kohli (@virat.kohli) on

 

 

View this post on Instagram

 

My journey and life's lessons explained to a 15-year old me. Well, I tried my best writing this down. Do give it a read. 😊 #NoteToSelf

A post shared by Virat Kohli (@virat.kohli) on

 

বাইশ গজের যুদ্ধে নিজেকে বারবার সেরা প্রমাণ করেছেন তিনি। গত ২০১৭-য় মহেন্দ্র সিং ধোনি (M S Dhoni) টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অধিনায়কত্বের পদ পান বিরাট কোহলি। ODI- র অন্যতম সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন তিনি। বর্তমানে তিনি ICC ক্রিকেটে দ্বিতীয় স্থানে রয়েছেন। যেকোনো বোলারের রাতের ঘুম কেড়ে নিতেও সক্ষম ক্যাপ্টেন কোহলি। আরও পড়ুন, দূষণে ঢেকেছে রাজধানী দিল্লি, ভারত- বাংলাদেশ ম্যাচ বন্ধ থাকুক আর্জি নেটিজেনদের

রান মেশিন বিরাট কোহলি ক্রিকেটের তিনটি ফরম্যাটেই সমান সাবলীল। পাঁচটি ম্যাচ তাঁর জীবনে আজও স্বর্ণখচিত হয়ে রয়েছে। শ্রীলঙ্কা বনাম ভারতের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালে হোবার্টে। সেখানে দ্রুততম ব্যাট করে ১৩৩ রান করেন। সেখানে ১৬ টি চার ও ছয়টি ছক্কা হাঁকান তিনি। ২০১৬ সালের ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল মোহালিতে। মাত্র ৫১ বলে ৮২ রান করেন। ভারত ICC ওয়ার্ল্ড কাপের এই ম্যাচটি জয়লাভ করে। ঢাকায় ২০১২ সালে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১৪৮ বলে ১৮৩ রান করেন। সেখানে ২২টি চার ও একটি ছয় মারেন। এরপর ২০১৯ এ টেস্টে দেশের সফলতম অধিনায়কের তকমা পান কোহলি।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now