Gujarat Giants vs Mumbai Indians Women, WPL Live Streaming:গুজরাত জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স মহিলা প্রিমিয়ার লিগ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
জেনে নিন কবে, কোথায়, কীভাবে দেখবেন গুজরাত জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স মহিলা প্রিমিয়ার লিগের ম্যাচ
আজ, ৪ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে মেয়েদের প্রিমিয়ার লিগ। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে প্রথম মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে গুজরাত জায়ান্টসের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। হরমনপ্রীত কউর নেতৃত্ব দিচ্ছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এবং বেথ মুনি গুজরাটের জায়ান্টসের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। রাত আটটায় শুরু হবে ম্যাচটি। দীর্ঘদিনের সতীর্থ ঝুলন গোস্বামী এবং মিতালি রাজও যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাত জায়ান্টসের কোচ হিসেবে কেরিয়ার শুরু করছেন। মহিলা ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে জমকালো আয়োজনের মধ্য দিয়ে। ডব্লিউপিএলের আনুষ্ঠানিক সংগীত পরিবেশন করবেন গায়ক শঙ্কর মহাদেবন। নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিয়ারা আডবাণী, কীর্তি শ্যানন, এ পি ধিল্লন প্রমুখ।
গুজরাত জায়ান্টসের দল: বেথ মুনি (অধিনায়ক), সোফিয়া ডাঙ্কলে, সাব্বিনেনি মেঘনা, হারলিন দেওল, অ্যাশলে গার্ডনার, ডিয়েন্ড্রা ডটিন, দয়ালান হেমলতা, স্নেহ রানা, মনিকা প্যাটেল, হারলে গালা, মানসী যোশী
মুম্বই ইন্ডিয়ান্সের দল: হরমনপ্রীত কাউর (অধিনায়ক), হেইলি ম্যাথিউস, ইয়াস্তিকা ভাটিয়া, আমনজোত কাউর, অ্যামেলিয়া কের, ন্যাট স্কিভার-ব্রান্ট, পূজা বস্ত্রকার, হিদার গ্রাহাম, সোনম যাদব, সাইকা ইশাক, জিনতামণি কলিতা
কবে, কোথায় আয়োজিত হবে গুজরাত জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স মহিলা প্রিমিয়ার লিগের ম্যাচ?
নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে (DY Patil Stadium, Navi Mumbai) গুজরাত জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে গুজরাত জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স মহিলা প্রিমিয়ার লিগ?
মহিলা প্রিমিয়ার লিগের গুজরাত জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৮ঃ০০টায়। টস হবে ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports18 Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।