Prithvi Shaw, Ranji Trophy: ফিট পৃথ্বী শ! মুম্বইয়ের রঞ্জি দলে ফিরছেন তারকা ওপেনার

অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন দলে থাকা পৃথ্বী ২ ফেব্রুয়ারি থেকে ইডেন গার্ডেন্সে বেঙ্গলেরর মুখোমুখি হবে

Prithvi Shaw (Photo Credit: SamCric/ X)

পৃথ্বী শ (Prithvi Shaw) তার প্রত্যাবর্তন করতে প্রস্তুত। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA) তাকে তাদের রঞ্জি দলে অন্তর্ভুক্ত করেছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (NCA) থেকে তাকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের জন্য উপযুক্ত মনে করার পর তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে, এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন দলে থাকা পৃথ্বী ২ ফেব্রুয়ারি থেকে ইডেন গার্ডেন্সে বেঙ্গলের মুখোমুখি হবে। হাঁটুর লিগামেন্টের চোটের কারণে গত বছরের আগস্ট থেকে মাঠের বাইরে ছিলেন ২৪ বছর বয়সী শ। আগে ২০শে জানুয়ারী, ক্রিকবাজ পৃথ্বীর ক্রিকেটে ফিরে আসতে বিলম্বের কথা জানায়, সেই সময় জানা যায় এনসিএ পৃথ্বীর প্রস্তুতি পরীক্ষার সঙ্গে ওয়ার্কলোডের বিষয়টিও মাথায় রাখছে। বুধবার এনসিএ তাঁকে রঞ্জি ট্রফিতে অংশ নেওয়ার ছাড়পত্র দিয়েছে। পৃথ্বী শ'র অন্তর্ভুক্তিতে ১৭ সদস্যের সফরকারী দল থাকবে মুম্বইয়ের। এই মুহূর্তে এলিট গ্রুপ 'বি' রঞ্জির পয়েন্ট টেবিলে চার ম্যাচে তিন জয় ও এক হারে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মুম্বই। Musheer-Sarfaraz Khan: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নায়ক মুশির খানের জন্য দাদা সরফরাজের পোস্ট

মুম্বইয়ের রঞ্জি ট্রফি দলঃ অজিঙ্ক রাহানে (অধিনায়ক), শিবম দুবে, পৃথ্বী শ, জয় বিস্তা, ভুপেন লালওয়ানি, অমোঘ ভটকল, সুবেদ পার্কার, প্রসাদ পাওয়ার (উইকেটরক্ষক), হার্দিক তামোরে (উইকেটরক্ষক), সূর্যাংশ শেদগে, তনুশ কোটিয়ান, অথর্ব আঙ্কোলকর, আদিত্য ধুমল, মোহিত অবস্থি, ধবল কুলকার্নি, রয়স্তান ডায়াস এবং সিলভেস্টার ডিসুজা।

দেখুন পোস্ট