ENG vs SL Toss Update & Playing XI: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের, জানুন দু'দলের একাদশ

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের

Ben Stokes (Photo Credit: ESPNCricinfo/ X)

আজ বৃহস্পতিবার ২৬ অক্টোবর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চলমান ওয়ানডে বিশ্বকাপের ২৫তম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইংল্যান্ড। টুর্নামেন্টে এখন পর্যন্ত চারটি ম্যাচের একটিতে জিতেছে দুই দলই। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে যথাক্রমে সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে দুই দল। পিচটি সম্ভবত এই খেলায় ব্যাটসম্যানদের দুর্দান্ত সমর্থন করবে। এখানে শেষ পাঁচ ম্যাচে প্রথম ইনিংসের গড় স্কোর ৩০০ রানের চেয়ে মাত্র পাঁচ রান কম। টসে জয়ী দলটি শুরু থেকেই ব্যাট করতে এবং আধিপত্য বিস্তারের চেষ্টা করতে পারে। আঙুলের চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন রিস টপলি (Reece Topley) এবং ইংল্যান্ড দলে রয়েছেন ব্রাইডন কার্স (Brydon Carse)। মাথিশা পাথিরানার (Matheesha Pathirana) জায়গায় শ্রীলঙ্কা দলে জায়গা পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস (Angelo Mathews)। পাথিরানা কাঁধে চোট পেয়েছেন এবং শেষ দুটি ম্যাচ খেলেননি। ENG vs SL, ICC ODI World Cup Live Streaming: দুরাবস্থা কাটিয়ে শেষ চারের লড়াইয়ে এগিয়ে যাবে ইংল্যান্ড না শ্রীলঙ্কা; সরাসরি দেখবেন যেখানে

টসঃ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের, ফিরছেন বেন স্টোকস বাদ হ্যারি ব্রুক। শ্রীলঙ্কার দলে এসেছেন লাহিরু কুমারা।

ইংল্যান্ডের একাদশঃ ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড উইলি, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

শ্রীলঙ্কার একাদশঃ পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহিশ থিকসানা, কাসুন রাজিথা, দিলশান মধুশঙ্কা, লাহিরু কুমারা।