ENG vs IND 2nd Test Day 5 Live Streaming: ইংল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টেস্ট, পঞ্চম দিনের ম্যাচ ভারতে সরাসরি দেখবেন যেখানে

ইংল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টেস্ট পঞ্চম দিনের ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony Sports Ten 1, Sony Sports Ten 3, Sony Sports Ten 4 এবং Sony Sports Ten 5 চ্যানেলে। এছাড়া বিনামূল্যে দেখা যাবে ডিডি স্পোর্টসে (DD Sports)। তবে অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে Jio Hotstar অ্যাপে।

ENG vs IND Live Streaming (Photo Credit: BCCI/ X)

England National Cricket Team vs India National Cricket Team, 2nd Test Live Streaming: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর দ্বিতীয় টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ৬ জুলাই পঞ্চম দিনের ম্যাচে মুখোমুখি হবে ENG বনাম IND। বার্মিংহাম এজবাস্টনে (Edgbaston, Birmingham) আয়োজিত হয়েছে এই ম্যাচ। শুভমন গিলের (Shubman Gill) দ্বিতীয় ইনিংসের অসামান্য ১৬১ রানের সুবাদে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ৪২৭/৬- স্কোরে ঘোষণা করে। ইংল্যান্ডকে ৬০৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে দিয়েছে শুভমনরা। দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের আগেই ৩ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ২ উইকেট নিয়েছেন আকাশদীপ (Akash Deep)। আজ ব্যাট করতে নামবেন অলি পোপ (Ollie Pope) এবং হ্যারি ব্রুক (Harry Brook)। ইংল্যান্ডের স্কোর-৭২/৩, পিছিয়ে ৫৩৬ রানে। ZIM vs SA 2nd Test Live Streaming: জিম্বাবয়ে বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্যাচ, সরাসরি দেখবেন যেখানে

ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্ট ম্যাচ ২০২৫

ইংল্যান্ডের একাদশ- বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্সে, জশ টাং, শোয়েব বশির।

ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।

ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্ট ম্যাচ ২০২৫-এর সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের ম্যাচ?

৬ জুলাই বার্মিংহাম এজবাস্টনে (Edgbaston, Birmingham) আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের ম্যাচ?

ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের ম্যাচ

ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony Sports Ten 1, Sony Sports Ten 3, Sony Sports Ten 4 এবং Sony Sports Ten 5 চ্যানেলে। এছাড়া বিনামূল্যে দেখা যাবে ডিডি স্পোর্টসে (DD Sports)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের ম্যাচ

ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে Jio Hotstar অ্যাপে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Tags

ইংল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টেস্ট পঞ্চম দিন ENG vs IND 2nd Test Day 5 ইংল্যান্ড বনাম ভারত ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ ২০২৫ ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল ভারত জাতীয় ক্রিকেট দল ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল এজবাস্টন টেস্ট ইংল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টেস্ট ENG বনাম IND ENG vs IND ENG vs IND Test Series ENG vs IND Test Series 2025 England vs India England National Cricket Team India National Cricket Team England National Cricket Team vs India National Cricket Team Edgbaston Test ENG vs IND 2nd Test ইংল্যান্ড বনাম ভারত সরাসরি দেখুন ইংল্যান্ড বনাম ভারত সরাসরি দেখুন ভারতে ইংল্যান্ড বনাম ভারত সরাসরি দেখুন ডিডি স্পোর্টসে ইংল্যান্ড বনাম ভারত সরাসরি দেখুন জিওহটস্টারে ইংল্যান্ড বনাম ভারত সরাসরি দেখুন সোনি স্পোর্টস নেটওয়ার্কে ইংল্যান্ড বনাম ভারত সরাসরি দেখুন বিনামূল্যে ENG vs IND Live Streaming ENG vs IND Live Streaming on JioHotStar ENG vs IND Live Streaming Free ENG vs IND Live Streaming on DD Sports ENG vs IND Live Telecast on Sony Sports Network
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement