RCB Victory Parade: বিরাট কোহলিকে বিমানবন্দরে স্বাগত জানালে ডিকে শিবকুমার, বিধান সৌধের বাইরে উপচে পড়া ভিড়

আইপিএল ফাইনালে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) ছয় রানে পরাজিত করে ১৮ বছর পর তাদের প্রথম ট্রফি তুলে নেয়। দলটির প্রথম জয়ের ফলে বেঙ্গালুরু জুড়ে আজ যেন উৎসব। যেখানে উপচে পড়া ভিড় বিজয়ী দলের একটি ঝলক দেখার জন্য বিধান সৌধের বাইরে বড় সংখ্যায় জড়ো হয়

Virat Kohli and RCB Fans (Photo Credit: DK Shivakumar and ANI/ X)

RCB Victory Parade: নতুন আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) দলের সদস্যরা বেঙ্গালুরুতে পৌছেছে। রজত পাটিদারের (Rajat Patidar) এই দলটি বুধবার দুপুরে গার্ডেন সিটিতে পৌঁছালে তাদের আগমনের আনন্দে ভক্তরা রাস্তায় দাঁড়িয়ে ছিল অধীর অপেক্ষায়। এই তারকায় সাজানো দলের এক ঝলক দেখতে বিমানবন্দরের সামনে হাজির হয় উপচে পড়া ভিড়। আরসিবির সুপারস্টার বিরাট কোহলিকে বিমানবন্দরে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার (DK Shivakumar) স্বাগত জানান। কর্ণাটকের রাজধানীতে বিধান সৌধে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার অফিসে যাওয়ার পথে রাস্তার দুপাশেও ভক্তরা জড়ো হয়। আরসিবি (RCB) মঙ্গলবার, ৩ জুন আহমেদাবাদে আইপিএল ফাইনালে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) ছয় রানে পরাজিত করে ১৮ বছর পর তাদের প্রথম ট্রফি তুলে নেয়। দলটির প্রথম জয়ের ফলে বেঙ্গালুরু জুড়ে আজ যেন উৎসব। যেখানে উপচে পড়া ভিড় বিজয়ী দলের একটি ঝলক দেখার জন্য বিধান সৌধের বাইরে বড় সংখ্যায় জড়ো হয়। RCB Victory Parade Cancelled: শেষ মুহূর্তে বাতিল আরসিবির Victory Parade, পুরো অনুষ্ঠান এবার চিন্নাস্বামীতে

বিরাট কোহলিকে বিমানবন্দরে স্বাগত জানালে ডিকে শিবকুমার

বিধান সৌধের বাইরে উপচে পড়া ভিড়

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement