Diwali 2022 Wishes: ভারতের জয় দেশকে এনে দিয়েছে দিওয়ালির উপহার, এবার দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছা বার্তা ক্রিকেটের মহারথীদের
দীপাবলির শুভ মুহুর্তে ক্রিকেটের মহারথীরা দেশবাসীকে জানালেন দিওয়ালির শুভেচ্ছা
দীপাবলির আগেই দীপাবলির (Diwali 2022 Gift)উপহার পেয়ে গেছে ভারতবাসী। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কুপোকাত হয়েছে পাকিস্তান । সেই জয়ের পর গোটা দেশ মেতে উঠেছে জয়ের আনন্দে। আতসবাজি ও পটকা ফেটেছে সারা দেশেই। এবার সেই জয়ের নায়ক বিরাট কোহলি থেকে কে এল রাহুল সহ ক্রিকেটের মহারথীরা দেশবাসীকে জানালেন দিওয়ালির শুভেচ্ছা। দেখে নেব এক ঝলকে-
বিরাট কোহলি
কে এল রাহুল
সুরেশ রায়না
শুভমন গিল
হরভজন সিং