DC Playing XI: প্রথম ম্যাচের আগেই ধাক্কা দিল্লি ক্যাপিটালস শিবিরে, চোটের কারণে ছিটকে যেতে পারেন ইশান্ত শর্মা

আইপিএলে (IPL 2020) তাদের প্রথম ম্যাচের আগেই জোর ধাক্কা দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরে। প্রথম ম্যাচে চোটের কারণে ছিটকে যেতে পারেন বোলার ইশান্ত শর্মা (Ishant Sharma)। অনুশীলনে পিঠে আঘাত পান ইশান্ত। তাই প্রথম ম্যাচে তাঁকে ছাড়ায় একাদশ গড়তে পারে দিল্লি। ইশান্ত এমনিতেই চোটপ্রবণ। সাম্প্রতিক অতীতে তিনি বারেবারে চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে গেছেন। ইশান্তের বদলে দলে আসতে পারেন হর্ষাল প্যাটেল, মোহিত শর্মা এবং অভিশ খানের মধ্যে একজন।

ইশান্ত শর্মা। (Photo Credits: ANI)

আইপিএলে (IPL 2020) তাদের প্রথম ম্যাচের আগেই জোর ধাক্কা দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরে। প্রথম ম্যাচে চোটের কারণে ছিটকে যেতে পারেন বোলার ইশান্ত শর্মা (Ishant Sharma)। অনুশীলনে পিঠে আঘাত পান ইশান্ত। তাই প্রথম ম্যাচে তাঁকে ছাড়ায় একাদশ গড়তে পারে দিল্লি। ইশান্ত এমনিতেই চোটপ্রবণ। সাম্প্রতিক অতীতে তিনি বারেবারে চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে গেছেন। ইশান্তের বদলে দলে আসতে পারেন হর্ষাল প্যাটেল, মোহিত শর্মা এবং অভিশ খানের মধ্যে একজন।

এ বছরের জানুয়ারিতে গোড়ালির চোটের কারণে তাকে প্রথমে সরিয়ে দেওয়া হয়েছিল। এক মাস পরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে একই গোড়ালিতে আবারও আঘাত পান তিনি। এরপরই ৩২ বছরের ক্রিকেটারের ভবিষ্যতকে নিয়ে প্রশ্ন উঠে যায়। আরও পড়ুন: Delhi Capitals vs Kings XI Punjab: আইপিএল-র দ্বিতীয় ম্যাচে আজ দিল্লি বনাম পঞ্জাব, দেখে নিন দুবাইয়ের আবহাওয়া, পিচ রিপোর্ট ও সম্ভাব্য একাদশ

আইপিএলের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পঞ্জাব (Kings XI Punjab)। দুটি দলই এ পর্যন্ত কোনও আইপিএল শিরোপা জিতেনি। আজ দুটি দলই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার জন্য মুখিয়ে থাকবে। আমিরশাহির দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস দল লোকেশ রাহুলের নেতৃত্বাধীন কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামবে। ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু ম্যাচ।