Conway-Ravindra Records, ENG vs NZ: বিশ্বকাপের প্রথম ম্যাচেই কনওয়ে-রবীন্দ্রের ঝুলিতে এল অনন্য যে যে রেকর্ড
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ওয়ানডে রানের পার্টনারশিপে দ্বিতীয় স্থান দখল করল কনওয়ে-রবীন্দ্রের ২৭৩ রানের জুটি
আহমেদাবাদঃ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে নিউজিল্যান্ডের আধিপত্য বিস্তারের শীর্ষে উঠে এলেন ডেভন কনওয়ে (Devon Conway) ও রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। ইংল্যান্ড-নিউজিল্যান্ড ২০২৩ সংস্করণের এই ওপেনার কিছুটা একতরফা প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়, কনওয়ে-রবীন্দ্রের দাপটে ২৮৩ রানের লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা। ইংল্যান্ডের ১১ জন ব্যাটসম্যানের প্রত্যেকে ওয়ানডে (পুরুষ বা মহিলা)-এর ইতিহাসে প্রথমবারের মতো দ্বি-অঙ্কের স্কোর করেন। এক নজরে দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের রেকর্ডের তালিকা। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ওয়ানডে রানের পার্টনারশিপে দ্বিতীয় স্থান দখল করল কনওয়ে-রবীন্দ্রের ২৭৩ রানের জুটি। মাত্র ১ রানে এগিয়ে রয়েছেন ব্রেন্ডন ম্যাকাকালাম ও জেমস মার্শাল যা এসেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। ENG vs NZ Result, ICC ODI World Cup 2023: বিশ্বকাপের প্রথম ম্যাচেই জোড়া শতক! ৯ উইকেটে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে জয়ের প্রতিশোধ নিউজিল্যান্ডের
-যে কোনও উইকেটে বিশ্বকাপে সর্বোচ্চ পার্টনারশিপে সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) এবং রাহুল দ্রাবিড়দের (Rahul Dravid) তালিকায় নাম লিখেয়েছে এই জুটি তবে সেটি চতুর্থ স্থানে।
-প্রথম স্থানে জায়গা করে নিয়েছে বিশ্বকাপে অভিষেককারী দুই খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ রানের জুটি হিসেবে।
-সনথ জয়াসুরিয়া (Sanath Jayasuriya) ও উপুল থারাঙ্গার (Upul Tharanga) ২৮৬ রান এবং হাশিম আমলা (Hashim Amla) ও কুইন্টন ডি ককের (Quinton de Kock) ২৮২ রানের পর এটি ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ জুটি।
-২০১১ সালে কলম্বোতে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তিলকারত্নে দিলশান (Tillakaratne Dilshan) ও উপুল থারাঙ্গার মধ্যে ২৩১* রানের জুটিকে ছাপিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রানের জুটি গড়েন এই জুটি।
-বিশ্বকাপে ১৫২ রানে অপরাজিত থেকে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন ডেভন কনওয়ে।
-বিশ্বকাপে অভিষেকে সর্বোচ্চ রানের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন ডেভন কনওয়ে।
-একই ম্যাচে দুই বিশ্বকাপ অভিষেককারীর শতরানের নজিরও এই প্রথম।
-২৩ বছর ৩২১ দিন বয়সে রবীন্দ্র তৃতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়েছেন।
-বাঁহাতি কনওয়ে তার ওয়ানডেতে ১ হাজার রানও পূরণ করেন, যা আরেকটি রেকর্ড।
-নিউজিল্যান্ডের হয়ে একদিনের ক্রিকেটে মাত্র ২২ ইনিংসে দ্রুততম ১০০০ রানের রেকর্ড গড়েন ডেভন কনওয়ে।
-নিউজিল্যান্ড সর্বোচ্চ রান রেট (৭.৭৮) বিশ্বকাপে ২৫০-এর বেশি রান তাড়া করেছে।
-নিউজিল্যান্ডের স্পিনারদের মধ্যে বিশ্বকাপের কোনও ম্যাচে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার এটি তৃতীয় ঘটনা।