Conway-Ravindra Records, ENG vs NZ: বিশ্বকাপের প্রথম ম্যাচেই কনওয়ে-রবীন্দ্রের ঝুলিতে এল অনন্য যে যে রেকর্ড
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ওয়ানডে রানের পার্টনারশিপে দ্বিতীয় স্থান দখল করল কনওয়ে-রবীন্দ্রের ২৭৩ রানের জুটি
আহমেদাবাদঃ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে নিউজিল্যান্ডের আধিপত্য বিস্তারের শীর্ষে উঠে এলেন ডেভন কনওয়ে (Devon Conway) ও রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। ইংল্যান্ড-নিউজিল্যান্ড ২০২৩ সংস্করণের এই ওপেনার কিছুটা একতরফা প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়, কনওয়ে-রবীন্দ্রের দাপটে ২৮৩ রানের লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা। ইংল্যান্ডের ১১ জন ব্যাটসম্যানের প্রত্যেকে ওয়ানডে (পুরুষ বা মহিলা)-এর ইতিহাসে প্রথমবারের মতো দ্বি-অঙ্কের স্কোর করেন। এক নজরে দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের রেকর্ডের তালিকা। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ওয়ানডে রানের পার্টনারশিপে দ্বিতীয় স্থান দখল করল কনওয়ে-রবীন্দ্রের ২৭৩ রানের জুটি। মাত্র ১ রানে এগিয়ে রয়েছেন ব্রেন্ডন ম্যাকাকালাম ও জেমস মার্শাল যা এসেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। ENG vs NZ Result, ICC ODI World Cup 2023: বিশ্বকাপের প্রথম ম্যাচেই জোড়া শতক! ৯ উইকেটে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে জয়ের প্রতিশোধ নিউজিল্যান্ডের
-যে কোনও উইকেটে বিশ্বকাপে সর্বোচ্চ পার্টনারশিপে সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) এবং রাহুল দ্রাবিড়দের (Rahul Dravid) তালিকায় নাম লিখেয়েছে এই জুটি তবে সেটি চতুর্থ স্থানে।
-প্রথম স্থানে জায়গা করে নিয়েছে বিশ্বকাপে অভিষেককারী দুই খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ রানের জুটি হিসেবে।
-সনথ জয়াসুরিয়া (Sanath Jayasuriya) ও উপুল থারাঙ্গার (Upul Tharanga) ২৮৬ রান এবং হাশিম আমলা (Hashim Amla) ও কুইন্টন ডি ককের (Quinton de Kock) ২৮২ রানের পর এটি ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ জুটি।
-২০১১ সালে কলম্বোতে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তিলকারত্নে দিলশান (Tillakaratne Dilshan) ও উপুল থারাঙ্গার মধ্যে ২৩১* রানের জুটিকে ছাপিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রানের জুটি গড়েন এই জুটি।
-বিশ্বকাপে ১৫২ রানে অপরাজিত থেকে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন ডেভন কনওয়ে।
-বিশ্বকাপে অভিষেকে সর্বোচ্চ রানের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন ডেভন কনওয়ে।
-একই ম্যাচে দুই বিশ্বকাপ অভিষেককারীর শতরানের নজিরও এই প্রথম।
-২৩ বছর ৩২১ দিন বয়সে রবীন্দ্র তৃতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়েছেন।
-বাঁহাতি কনওয়ে তার ওয়ানডেতে ১ হাজার রানও পূরণ করেন, যা আরেকটি রেকর্ড।
-নিউজিল্যান্ডের হয়ে একদিনের ক্রিকেটে মাত্র ২২ ইনিংসে দ্রুততম ১০০০ রানের রেকর্ড গড়েন ডেভন কনওয়ে।
-নিউজিল্যান্ড সর্বোচ্চ রান রেট (৭.৭৮) বিশ্বকাপে ২৫০-এর বেশি রান তাড়া করেছে।
-নিউজিল্যান্ডের স্পিনারদের মধ্যে বিশ্বকাপের কোনও ম্যাচে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার এটি তৃতীয় ঘটনা।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)