Bumrah Injury Update: গোপন রাখা হয়েছে বুমরার সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া, জানার অনুমতি নেই ভিভিএস লক্ষ্মণ ছাড়া কারো

গোটা ঘটনা এনসিএ-র স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। শুধু বুমরাই নন, মুকেশ চৌধুরি, প্রসিধ কৃষ্ণার মতো আরও অনেক ভারতীয় পেসার রয়েছেন, যাঁরাও চোটে ভুগছেন, কিন্তু তাঁদের অবস্থা সম্পর্কে কোনও স্পষ্ট ধারণা নেই।

Jasprit Bumrah (Photo Credit: Twitter)

নয়াদিল্লি, ২৪ মার্চ: ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহের পিঠের অস্ত্রোপচার করা হয়েছে নিউজিল্যান্ডে। তবে তাঁর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। শুধুমাত্র প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণই জানেন তাঁর সাম্প্রতিক অবস্থা। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুসারে, বুমরার কাছ থেকে নিয়মিত আপডেট পেতে একমাত্র প্রতিনিধি হিসেবে লক্ষ্মণকে দায়িত্ব দিয়েছে বিসিসিআই। এমনকি চোটের মাত্রা এবং তার পরের অস্ত্রোপচার নিয়ে নির্বাচকদেরও স্পষ্ট ধারণা নেই। সূত্রানুসারে, বিসিসিআই-এর অনেকেই তাঁর চোটের কথা জানেন না। শুধু ভিভিএস লক্ষ্মণকে (এনসিএ ডিরেক্টর) তাঁর এবং ফিজিওদের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি নির্বাচক কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে, বুমরার আসল চোট এবং রিহ্যাব সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।

বিসিসিআই সূত্রে আরও জানা গিয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই দ্রুত বুমরাকে দলে নেওয়া হয়েছিল। ২৯ বছর বয়সী এই পেসার গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরোয়া টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন। এরপর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নিতে পারেননি তিনি।

সুস্থ হয়ে ওঠার পর চলতি বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজে ফেরার চেষ্টা করেছিলেন এই পেসার। তবে গুয়াহাটিতে একদিনের সিরিজের উদ্বোধনী ম্যাচের প্রাক্কালে বুমরাহকে প্রত্যাহার করে নেওয়া হয়। বিসিসিআই তার বোলিং স্থিতিস্থাপকতা কথা উল্লেখ করে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এই সিদ্ধান্তকে অভিহিত করে। তার পিঠের অবস্থা এই মুহূর্তে সংবেদনশীল। তা ছাড়া, গতবার বুমরার প্রত্যাবর্তনে তাড়াহুড়ো হয়েছিল। যেহেতু তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি, তাই ফেরার পর বোলিং করতে গিয়ে তাঁর অস্বস্তি হচ্ছিল।