IPL 2021 Title Sponsor: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন টাইটেল স্পনসর পেতে টেন্ডার ডাকবে বিসিসিআই

আসন্ন মরশুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2021) টাইটেল স্পনসর (Title Sponsor) পেতে টেন্ডার ডাকতে চলেছে বিসিসিআই (BCCI)। চিনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘাতের কারণে স্মার্টফোন ব্র্যান্ড ভিভোকে (VIVO) গত মরশুমে টাইটেল স্পনসর থেকে সরিয়ে দেওয়া হয়। ২০২০ মরশুমে টাইটেল স্পনসর হয় ড্রিম ১১। তবে এই মুহুর্তে কোনও টাইটেল স্পনসর ছাড়াই রয়েছে আইপিএল। তাই বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে যে বিসিসিআই খুব শিগগিরই নতুন স্পনসরের জন্য টেন্ডার ডাকতে প্রস্তুত। আগামী ১৮ ফেব্রুয়ারি ভারত-ইংল্যান্ড সিরিজের মাঝেই চেন্নাইতে আইপিএল নিলাম৷ করোনা কালে ছোট করে আয়োজন বলে নাম, 'মিনি অকশন'৷ কিন্তু আইপিএল নিলাম হবে স্পনসরহীন৷

IPL 2020 winners (Photo Credits: @IPL/Twitter)

আসন্ন মরশুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2021) টাইটেল স্পনসর (Title Sponsor) পেতে টেন্ডার ডাকতে চলেছে বিসিসিআই (BCCI)। চিনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘাতের কারণে স্মার্টফোন ব্র্যান্ড ভিভোকে (VIVO) গত মরশুমে টাইটেল স্পনসর থেকে সরিয়ে দেওয়া হয়। ২০২০ মরশুমে টাইটেল স্পনসর হয় ড্রিম ১১। তবে এই মুহুর্তে কোনও টাইটেল স্পনসর ছাড়াই রয়েছে আইপিএল। তাই বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে যে বিসিসিআই খুব শিগগিরই নতুন স্পনসরের জন্য টেন্ডার ডাকতে প্রস্তুত। আগামী ১৮ ফেব্রুয়ারি ভারত-ইংল্যান্ড সিরিজের মাঝেই চেন্নাইতে আইপিএল নিলাম৷ করোনা কালে ছোট করে আয়োজন বলে নাম, 'মিনি অকশন'৷ কিন্তু আইপিএল নিলাম হবে স্পনসরহীন৷

ইন্দো-চিন উত্তেজনা বিসিসিআই-কে গত বছর জোরে আঘাত করেছিল। আইপিএল-র ১৩ তম সংস্করণ শুরুর কয়েক সপ্তাহ আগে বোর্ডকে নতুন স্পনসর খুঁজতে হয়েছিল। ভিভো বিসিসিআইকে ৪০০ কোটি টাকা দিত। তবে গতবার নতুন স্পনসর ড্রিম ১১ কেবল ২২২ কোটি টাকা দিয়েছিল। এবার বিসিসিআই টাকা কম পেতে রাজি নয়। তাই বোর্ড নতুন স্পনসর খুঁজছে, যার জন্য টেন্ডার শিগগিরই প্রকাশ করা হবে। ইনসাইডস্পোর্টের একটি প্রতিবেদন অনুসারে, টাইটেল স্পনসর হিসাবে ভিভো ফিরে আসতেই পারে, তাদের জন্য দরজা উন্মুক্ত। যদিও সীমান্তের বর্তমান পরিস্থিতিতে চিনা মোবাইল প্রস্তুতকারকের ফিরে আসা কঠিন। আরও পড়ুন:  FC Goa vs SC East Bengal: Hyderabad FC vs Bengaluru FC: আইএসএলে আজ এফসি গোয়ার মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

বিসিসিআই-র এক কর্তা ইনসাইডস্পোর্টকে বলেছেন, “নতুন টাইটেল স্পনসরের জন্য টেন্ডার বর্তমানে একমাত্র সম্ভাব্য বিকল্প। আইপিএল ২০২০-তে চুক্তি প্রায় অর্ধেক ছিল এবং আমরা তা চালিয়ে যেতে পারি না। বর্তমান পরিস্থিতিতে ভিভো-র কাছে ফিরে যাওয়াও খুব কম সম্ভাবনা। নতুন টেন্ডার এবং টাইটেল স্পনসর সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত শীঘ্রই নেওয়া হবে।”