Border-Gavaskar Trophy: দক্ষিণ আফ্রিকা সফরের টি ২০ ও টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা ভারতের, রয়েছে একাধিক নবীন মুখ

নিউজিল্যান্ড সিরিজে এমনিতেই ধুকছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে খেলা শেষ করে নভেম্বরেই বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া উড়ে যাবেন সূর্যকুমার যাদব ও রোহিত শর্মারা।

Team India in Chennai test against Bangladesh. (Photo Credits: X@BCCI)

নিউজিল্যান্ড সিরিজে এমনিতেই ধুকছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে খেলা শেষ করে নভেম্বরেই বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) জন্য অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় টি টোয়েন্টি সিরিজের জন্য উড়ে যাবেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav) ও রোহিত শর্মারা (Rohit Sharma)। ৮ নভেম্বর থেকে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ। তারপর আবার ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে টেস্ট সিরিজ। ইতিমধ্যে বিসিসিআইয়ের পক্ষ থেকে দুই ফরম্যাটের ক্রিকেটের জন্য ক্রিকেটারদের তালিকা প্রকাশ করল। টি ২০ সিরিজের জন্য দলকে নেতৃত্ব দেবে সূর্যকুমার যাদব ও টেস্টের জন্য থাকছেন রোহিত শর্মা।

এছাড়া টি২০ সিরিজের জন্য থাকছে একাধিক নতুন মুখ। সূর্যকুমার ছাড়াও দলে রয়েছেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, তিলক ভার্মা, জিতেশ শর্মা, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, বিজয়কুমার বিশাখ, আবেশ খান, যশ দয়াল।

টেস্ট সিরিজের তালিকায় অধিনায়ক রোহিত ছাড়াও রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli), যশপ্রীত বুমরা, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ইশ্বরণ, শুভমন গিল, কে এল রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুয়েল, রবিচন্দন অশ্বীন, রবিন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণণ, হর্ষিত রানা, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দরের মতো ক্রিকেটাররা।