BBL Live Streaming in India: মেলবোর্ন স্টার্স বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)
কবে, কোথায়, কীভাবে দেখবেন বিগ ব্যাশ লিগ ২০২২-২৩ মেলবোর্ন স্টার্স বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স জেনে নিন
১২ জানুয়ারি বিগ ব্যাশ লিগের ৩৮ নম্বর ম্যাচে মেলবোর্ন স্টার্সের (Melbourne Stars) মুখোমুখি হবে অ্যাডিলেড স্ট্রাইকার্স (Adelaide Strikers)। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্নে (Melbourne Cricket Ground, Melbourne) ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই দলই এই প্রতিযোগিতায় ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছে। পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে মেলবোর্ন স্টার্স। দল ভালো পারফরমেন্স করতে পারেনি। লিগে নয় ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে তারা। সিডনি সিক্সার্স (Sydney Sixers) ও হোবার্ট হারিকেন্সের (Hobart Hurricanes) কাছে যথাক্রমে ৬ ও ২ উইকেটে হেরে আপাতত দুই ম্যাচে হারের বৃত্তে রয়েছেন তারা। হারিকেন্সের বিপক্ষে শেষ ম্যাচে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩১ রান সংগ্রহ করে দলটি। অন্যদিকে অ্যাডিলেড স্ট্রাইকার্স ৫টি জয় ও ৪টি হার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। হোবার্ট হারিকেন্স ও মেলবোর্ন রেনেগেডসকে (Melbourne Renegades) যথাক্রমে সাত উইকেটে ও ২০ রানে হারানোর পর দল ছন্দে ফিরছে। স্ট্রাইকারদের জন্য ব্যাটসম্যানরা দারুণ পারফর্ম করছে। শেষ দুই ম্যাচে তারা ২০০-র বেশি রানের রেকর্ড গড়েছে।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)
১২ জানুয়ারি বিগ ব্যাশ লিগের ৩৮ নম্বর ম্যাচে মুখোমুখি হবে মেলবোর্ন স্টার্স (Melbourne Stars) এবং অ্যাডিলেড স্ট্রাইকার্স (Adelaide Strikers)। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্নে (Melbourne Cricket Ground, Melbourne) হবে এই রোমাঞ্চকর ম্যাচ। ভারতীয় সময় অনুসারে (IST) ১ঃ৪৫-এ খেলা শুরু হবে। সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি- লিভ (Sony Liv App) অ্যাপে।