Bangladesh Squad, Emerging Asia Cup: বাংলাদেশের ইমার্জিং এশিয়া কাপের দলে এলেন সৌম্য সরকার, জানুন সম্পূর্ণ দল

আগামী ১৪ জুলাই উদ্বোধনী ম্যাচে আয়োজক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের অন্য ম্যাচগুলো যথাক্রমে ১৬ ও ১৮ জুলাই ওমান ও আফগানিস্তানের বিপক্ষে

Soumya Sarkar (Photo Credit: ESPNCricinfo/ Twitter)

আসন্ন এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপের জন্য সৌম্য সরকারকে দলে নিয়েছে বাংলাদেশ। সাইফ হাসানের নেতৃত্বাধীন দলটিতে আটজন আন্তর্জাতিক ক্রিকেটার এবং বেশ কয়েকজন ঘরোয়া পারফর্মার রয়েছে। তবে ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টের পর থেকে সব পর্যায়েই লড়াই করেছেন সৌম্য। ESPNCricinfo-এর খবর অনুসারে, সৌম্যর দলে ফেরার কারণ হতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের অনুরোধ। বর্তমান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে সৌম্যর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়, যখন তিনি একটি উজ্জ্বল শুরু করেছিলেন কিন্তু পরে ম্লান হয়ে যান। সৌম্যর দলে ফেরার কারণ হতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের অনুরোধ, সে কিছুটা ফর্ম ফিরে পেতে পারে কিনা। বর্তমান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে সৌম্যর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়, যখন তিনি একটি উজ্জ্বল শুরু করেছিলেন কিন্তু পরে ফর্ম এতটাই কমে গেছে যে, গত মরসুমে ঢাকা প্রিমিয়ার লিগের এক পর্যায়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবও তাকে বাদ দিয়েছে। Bangladesh vs Bhutan Video Highlights: সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে ১৪ বছর পর সেমিফাইনালে বাংলাদেশ

আগামী ১৪ জুলাই উদ্বোধনী ম্যাচে আয়োজক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের অন্য ম্যাচগুলো যথাক্রমে ১৬ ও ১৮ জুলাই ওমান ও আফগানিস্তানের বিপক্ষে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল ২১ জুলাই অনুষ্ঠেয় সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে এবং ফাইনাল হবে ২৩ জুলাই।

বাংলাদেশ দল- সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আকবর আলী ও মোহাম্মদ নাঈম।