BAN W vs THA W, World Cup Qualifier 2025 Scorecard: মাত্র ৯৩ রানে অলআউট, থাইল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানে বড় জয় বাংলাদেশের

এই ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে মেয়েদের ওয়ানডেতে সেঞ্চুরি করলেন নিগার সুলতানা। বাংলাদেশ মহিলা দলের হয়ে ১৫২ রানের রেকর্ড ওয়ানডে জুটি সুলতানা ও শারমিন। স্পিন জুটি ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের পাঁচ উইকেট নিয়ে প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডেতে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন দুই বোলার।

Jannatul Ferdus (Photo Credit: Female Cricket/ X)

Bangladesh Women National Cricket Team vs Thailand Women National Cricket Team: বাংলাদেশ মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম থাইল্যান্ড মহিলা জাতীয় ক্রিকেট দল, আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫ (ICC Womens World Cup Qualifier 2025)-এর তিন নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। আজ, ১০ এপ্রিল লাহোরের লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে আয়োজিত এই ম্যাচে ১৭৮ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের অধিনায়ক টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। বাংলাদেশের দেওয়া ২৭১ রান তাড়া করতে নেমে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায় তাদের পুরো দল। বাংলাদেশের বোলাররা দাপটের সাথে বোলিং করেন। একদিকে ফাহিমা খাতুন (Fahima Khatun) মাত্র ২১ রান ৫ উইকেট এবং জান্নাতুল ফেরদৌস (Jannatul Ferdus) মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে থাইল্যান্ডের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিয়ে পুরো নিয়ন্ত্রণ নেয়। বাংলাদেশের নজরকাড়া খেলায় মাত্র ২৮.৫ ওভারে খেলা শেষ হয়ে যায়। BAN W vs THAI W Live Scorecard: নিগার সুলতানার প্রথম সেঞ্চুরি, শারমিন আখতারের ৯৪ রানের সুবাদে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ-২৭১/৩

বাংলাদেশ মহিলা বনাম থাইল্যান্ড মহিলা, বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫ স্কোরকার্ড

এর আগে প্রথমে যখন বাংলাদেশ ব্যাট করতে নামে তখন শুরুতেই ৮ রানে ইশমা তানজিম (Ishma Tanjim)-কে আউট করেন ফনিতা মায়া (Phannita Maya)। তারপর থেকে ফারজানা হক (Fargana Hoque) এবং শারমিন আখতার (Sharmin Akhter) ১০০ রানের জুটি গড়েন। ফারজানা ৮২ বলে ৫৩ রান করে ওনিচা কামচম্পু (Onnicha Kamchomphu)-র বলে আউট হয়ে ফিরে যান। এরপর অধিনায়ক নিগার সুলতানা (Nigar Sultana) কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেন, শারমিন ৯৪ রানে অপরাজিত থাকেন। এই ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে মেয়েদের ওয়ানডেতে সেঞ্চুরি করলেন নিগার সুলতানা। বাংলাদেশ মহিলা দলের হয়ে ১৫২ রানের রেকর্ড ওয়ানডে জুটি সুলতানা ও শারমিন। স্পিন জুটি ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের পাঁচ উইকেট নিয়ে প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডেতে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন দুই বোলার। এটি মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয় (রানের ব্যবধানে)।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement