B-Love Kandy vs Jaffna Kings, LPL Live Streaming: বি-লাভ ক্যান্ডি বনাম জাফনা কিংস, লঙ্কা প্রিমিয়ার লীগ, সরাসরি দেখবেন যেখানে (ভারত ও বাংলাদেশ)
২০২৩ লঙ্কা প্রিমিয়ার লীগে বি-লাভ ক্যান্ডি বনাম জাফনা কিংস ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় রাত ৮টায়
লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৩-এর ৮ নম্বরে ম্যাচে আজ ৫ আগস্ট শনিবার মুখোমুখি হবে বি-লাভ ক্যান্ডি ও জাফনা কিংস। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওয়ানিন্দু হাসারাঙ্গার নেতৃত্বে ক্যান্ডির অবস্থান টেবিলের তলানিতে। দুই পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে প্লে-অফে যেতে হলে তাদের প্রচুর পরিশ্রম করতে হবে। কিন্তু আগের ম্যাচে ডাম্বুলা আওরাকে সাত উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসে উঁচুতে থাকবে ক্যান্ডি। চার ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন মুজিব উর রহমান। অন্যদিকে তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আরামে বসে আছে জাফনা কিংস। আগের ম্যাচে গালে টাইটানসকে আট উইকেটে হারিয়েছে তারা। চার ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা পুরস্কার পান ডুনিথ ওয়েলালাজে। তার স্পেলে ভর করে টাইটানসকে ৯ উইকেটে ১১৭ রানের নিচে আটকে রাখে জাফনা কিংস। Road Safety World Series 2023: আগামী মাসে ইংল্যান্ডে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ, প্রথমবার অংশ নেবে পাকিস্তানও
কবে, কোথায় আয়োজিত হবে বি-লাভ ক্যান্ডি বনাম জাফনা কিংস, লঙ্কা প্রিমিয়ার লীগ?
৫ আগস্ট ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Pallekele International Cricket Stadium) লঙ্কা প্রিমিয়ার লীগে মুখোমুখি হবে বি-লাভ ক্যান্ডি ও জাফনা কিংস।
কখন থেকে শুরু হবে বি-লাভ ক্যান্ডি বনাম জাফনা কিংস, লঙ্কা প্রিমিয়ার লীগ?
২০২৩ লঙ্কা প্রিমিয়ার লীগে বি-লাভ ক্যান্ডি বনাম জাফনা কিংস ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় রাত ৮টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন বি-লাভ ক্যান্ডি বনাম জাফনা কিংস, লঙ্কা প্রিমিয়ার লীগ?
২০২৩ লঙ্কা প্রিমিয়ার লীগে বি-লাভ ক্যান্ডি বনাম জাফনা কিংস ম্যাচটি ভারতে এবং বাংলাদেশে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বি-লাভ ক্যান্ডি বনাম জাফনা কিংস, লঙ্কা প্রিমিয়ার লীগ?
২০২৩ লঙ্কা প্রিমিয়ার লীগে বি-লাভ ক্যান্ডি বনাম জাফনা কিংস ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে।