B-Love Kandy vs Dambulla Aura, LPL Live Streaming: বি-লাভ ক্যান্ডি বনাম ডাম্বুলা আওরা, লঙ্কা প্রিমিয়ার লীগ, সরাসরি দেখবেন যেখানে (ভারত ও বাংলাদেশ)
২০২৩ লঙ্কা প্রিমিয়ার লীগে বি-লাভ ক্যান্ডি বনাম ডাম্বুলা আওরা ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় বিকেল ৪টেয়
চলতি লঙ্কান প্রিমিয়ার লিগ ২০২৩-এর ৬ নম্বর ম্যাচে ৪ আগস্ট শুক্রবার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বি-লাভ ক্যান্ডি ও ডাম্বুলা আউরা। বি-লাভ ক্যান্ডি এখনও পর্যন্ত এলপিএল ২০২৩-এ একটি ম্যাচও জিততে পারেনি। কারণ এই মুহূর্তে দুই ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে তারা। অন্যদিকে ডাম্বুলা আউরাও এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে। যেখানে একটিতে জয় ও আরেকটিতে হারের স্বাদ পেয়েছে তারা। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। ক্যান্ডির বিরুদ্ধে তাদের লড়াই যত এগিয়ে আসছে, ততই ভাল পারফরমেন্স করে চলতি মরশুমে দ্বিতীয় জয় তুলে নিতে মরিয়া হয়ে উঠবে তারা। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ বেশ ভারসাম্যপূর্ণ, বোলার ও ব্যাটসম্যান উভয়ের জন্যই বেশ ভালো। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্তটা বুদ্ধিমানের মতো প্রমাণিত হতে পারে। ১৬০-এর বেশি যে কোনো স্কোরই হতে পারে আদর্শ টার্গেট। Babar Azam: কানাডার বহুমূল্য গ্লোবাল টি-২০ লিগ ছেড়ে লঙ্কা প্রিমিয়ার লিগ কেন বেছে নিলেন বাবর আজম?
বি-লাভ ক্যান্ডিঃ ফখর জামান, দীনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, সাহান আরাচিগে, আশেন বান্দারা, আসিফ আলি, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), ইসুরু উদানা, মুজিব-উর-রহমান, দুষ্মন্ত চামিরা ও মোহাম্মদ হাসনাইন।
ডাম্বুলা আওরাঃ কুশল মেন্ডিস (অধিনায়ক/উইকেটরক্ষক), আভিস্কা ফার্নান্দো, কুশল পেরেরা, সাদিরা সামারাবিক্রমা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যালেক্স রস, হেডেন কের, বিনুরা ফার্নান্দো, শাহনেওয়াজ দাহানি, রবিন্দু ফার্নান্দো, নূর আহমদ।
কবে, কোথায় আয়োজিত হবে বি-লাভ ক্যান্ডি বনাম ডাম্বুলা আওরা, লঙ্কা প্রিমিয়ার লীগ?
৪ আগস্ট ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Pallekele International Cricket Stadium) লঙ্কা প্রিমিয়ার লীগে মুখোমুখি হবে বি-লাভ ক্যান্ডি ও ডাম্বুলা আওরা।
কখন থেকে শুরু হবে বি-লাভ ক্যান্ডি বনাম ডাম্বুলা আওরা, লঙ্কা প্রিমিয়ার লীগ?
২০২৩ লঙ্কা প্রিমিয়ার লীগে বি-লাভ ক্যান্ডি বনাম ডাম্বুলা আওরা ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় বিকেল ৪টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন বি-লাভ ক্যান্ডি বনাম ডাম্বুলা আওরা, লঙ্কা প্রিমিয়ার লীগ?
২০২৩ লঙ্কা প্রিমিয়ার লীগে বি-লাভ ক্যান্ডি বনাম ডাম্বুলা আওরা ম্যাচটি ভারতে এবং বাংলাদেশে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বি-লাভ ক্যান্ডি বনাম ডাম্বুলা আওরা, লঙ্কা প্রিমিয়ার লীগ?
২০২৩ লঙ্কা প্রিমিয়ার লীগে বি-লাভ ক্যান্ডি বনাম ডাম্বুলা আওরা ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে।