Australia Women Beat India Women: ভারতকে ৯ রানে হারিয়ে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ 2024-এর সেমিফাইনালে জায়গা নিশ্চিত করল অস্ট্রেলিয়া

২০২৪ আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপেরএর১৮ তম ম্যাচে (2024 ICC Women's T20 World Cup) শারজার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল।রুদ্ধশ্বাস এই ম্যাচে ভারতকে ৯ রানে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারতের সেমিফাইনালে ওঠার আশা কার্যত শেষ। তবে সেমিফাইনালে উঠতে ভারতকে এখন তাকিয়ে থাকতে হবে পাকিস্তানের দিকে। গ্রুপ এ-র শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এই ম্যাচে নিউজিল্যান্ড জিতলে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাবে। আর যদি পাকিস্তান জেতে সেক্ষেত্রে ভারত-পাকিস্তান ও নিউজিল্যান্ড তিন দলেরই পয়েন্ট সমান হবে। পাকিস্তানের নেট রান রেট মাইনাসে থাকায় ভারতের সুযোগ থাকবে। নিউজিল্যান্ড জিতলে আর কোনও অঙ্ক নেই। ভারতের সেমিফাইনাল এখন পাকিস্তানের হাতে।

 

রবিবার আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ এ-তে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল আট উইকেট হারিয়ে ১৫১ রান করে।  উইমেন্স প্রিমিয়ার লিগে খেলা গ্রেস হ্যারিসের সঙ্গে জুটি গড়েন তাহিলা ম্যাকগ্রা। গ্রেস হ্যারিস সর্বাধিক ৪০ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে রেনুকা এবং দীপ্তি দুটি করে উইকেট নেন এবং পূজা ভাস্ত্রকার, শ্রেয়াঙ্কা পাতিল ও রাধা যাদব একটি করে উইকেট নেন।অস্ট্রেলিয়ার হয়ে ওপেনার গ্রেস হ্যারিস সর্বোচ্চ ৪০ রান করেন। ভারপ্রাপ্ত অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা এবং এলিস পেরি ৩২ রান করেন।

ভারতের শুরুটা নড়বড়ে হলেও রান উঠতে থাকে স্কোরবোর্ডে। তবে অজি স্পিনারদের দাপটে ভেঙে পড়ে ওপেনিং লাইন আপ। ১১০-৩ স্কোর থেকে ২০ ওভারে ১৪২রানে ৯ উইকেট পড়ে যায় ভারতের। তবে অজিদের বিরুদ্ধে এই ম্যাচে শেষ পর্যন্ত লড়েছেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। হরমনপ্রীত কৌর ৪৭ বলে ৬ চারের সাহায্যে ৫৪ রান করেন। ম্যাচে হরমনপ্রীতের দুর্দান্ত হাফ সেঞ্চুরি ভক্তদের মন জয় করলেও ভারতের হয়ে এই ম্যাচে জিততে পারেননি হরমনপ্রীত কৌর।