IPL Auction 2025 Live

Australia vs India: পার্থ টেস্ট জিতে হঠাৎ করেই দেশে ফিরছেন গৌতম গম্ভীর, অ্যাডিলেড টেস্টের আগে ফিরবেন দলে

Gautam Gambhir (Photo Credit: @SPORTYVISHAL/ X)

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হারের পর কে নিয়ে প্রশ্ন উঠেছিল নানা মহলে। এমনকী শোনা যাচ্ছিল, বর্ডার গাভাসকর ট্রফিতেই তাঁর অগ্নিপরীক্ষা হবে। নতুবা  টানাটানি পড়ে যাবে তাঁর চাকরি নিয়ে। কিন্তু সমস্ত কানাঘুষোকে দূরে ঠেলে বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ২৯৫ রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এক ঝটকায় উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকামের পর তৈরি হওয়া যাবতীয় আলোচনা । প্রথম টেস্টে বুমরাহদের সাফল্যে মশগুল দেশের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু খবরে প্রকাশ এর মধ্যেই আচমকা দেশে ফিরছেন ভারতের কোচ গৌতম গম্ভীর। কিন্তু কেন?শোনা যাচ্ছে, পারিবারিক কারণে দেশে ফিরছেন গম্ভীর। বিস্তারিত জানা না গেলেও সূত্রের খবর, পরিবারের কেউ অসুস্থ হয়েছে। সেই কারণেই তড়িঘড়ি দেশে ফিরছেন ভারতের কোচ।

তবে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে ফিরবেন তিনি। জানা গেছে ৩ ডিসেম্বর দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ৬ ডিসেম্বর থেকে শুরু হবে অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট। অর্থাৎ, অ্যাডিলেডে নামার আগেও ২-৩ দিন সময় থাকবে। এই সময়টা অবশ্য ভারতীয় দল ব্যস্ত থাকবে দ্বিতীয় টেস্টের জন্য অজিদের মহড়ায়। ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও। ৩০ নভেম্বর থেকে ক্যানবেরায় ভারতীয় দল পিঙ্ক বলে প্র্যাক্টিস ম্যাচ খেলবে। গম্ভীরের অনুপস্থিতিতে সহকারী কোচ অভিষেক নায়ার, রায়ান টেন দুশখাতে, বোলিং কোচ মর্নি মর্কেল ও ফিল্ডিং কোচ টি দিলীপ দায়িত্ব সামলাবেন।