AUS vs PAK 1st ODI: টানটান থ্রিলারে বাজিমাত ব্যাটার কামিন্সের, রিজওয়ানের পাকিস্তানকে ২ উইকেটে হারাল অজিরা

সোমবার মেলবোর্ন ওয়ানডে-তে টানটান থ্রিলার। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে দারুণ লড়াই করেও 2 উইকেটে হেরে গেল পাকিস্তান।

Pat Cummins. (Photo Credits: X)

সোমবার মেলবোর্ন ওয়ানডে-তে টানটান থ্রিলার। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে দারুণ লড়াই করেও ২ উইকেটে হারল পাকিস্তান। নতুন অধিনায়ক মহম্মদ রিজওয়ানের নেতৃত্বে প্রথমবার খেলতে নেমে লড়ে হারল পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ০-১ পিছিয়ে পড়লেন রিজওয়ানরা। প্রথমে ব্যাট করে মাত্র ২০৩ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৩৯ রান করে সহজ জয়ের পথেই এগোচ্ছিলেন প্যাট কামিন্স-রা। রান তাড়া করতে নেমে ২৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় অজিরা। আফ্রিদি আউট করেন ম্য়াথু শর্ট (১)-কে, আর নাসিম শাহ ফেরান জ্যাক ফ্রেজার-ম্যাকগুর্ক (১৬)-কে। তবে তৃতীয় উইকেটে স্মিথ ও ইংলিশ ১১১ রানের দুরন্ত পার্টনারশিপ করে দলকে উদ্ধার করেন। কিন্তু এরপর ১৩৯ রানে ৩ উইকেট থেকে পাক পেসার হ্যারিস রউফ, আফ্রিদিদের দুরন্ত স্পেলে অজিরা এরপর ১৫৫ রানে ৭ উইকেট হারিয়ে বসে।

১৩৯ রানে ৩ উইকেটে থাকা অবস্থায় পাক পেসারদের দুরন্ত স্পেলে পরপর আউট হন জোস ইংলিশ (৪৯), মার্নাস লাবুশানে (১৬), গ্লেন ম্যাক্সওয়েল (০)। শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফের দুরন্ত পাঁচটা বলে অজিদের এই তিনটি উইকেট পড়ে। ১৩৯ রানে ৩ উইকেট থেকে ১৩৯ রানে ৬ উইকেট হয়ে যায় অস্ট্রেলিয়া। আফ্রিদির করা ইনিংসের ২০ তম ওভারের চতুর্থ বলে আউট হন ইংলিশ। এরপর রউফের করা ইনিংসের ২১তম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে আউট হলেন যথাক্রমে লাবুশানে আর ম্যাক্সওয়েল।এরপর হার্ডিকে আউট করেন মহম্মদ হাসনাইন।

দেখুন ম্যাচের স্কোরবোর্ড

এরপর শন অ্যাবট (১৩) ও মিচেল স্টার্ক (২)-কে নিয়ে ম্যাচ বের আনেন অজি অধিনায়ক প্যাট কামিন্স (৩১ বলে ৩২ অপরাজিত)।অস্ট্রেলিয়া যখন জয়ের রান থেকে ১৯ রান দূরে, তখন রান আউট হয়ে যান অ্য়াবট। তবে এরপর দারুণ খেলে দলকে জেতান কামিন্স।

চাপের মুখে দাঁড়িয়ে কামিন্সের ইনিংসের কোনও প্রশংসাই যথেষ্ট নয়। বল হাতে দুটি উইকেট নেন অজি অধিনায়ক। স্টিভ স্মিথ ৪৬ বলে ৪৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। পাক অধিনায়রক মহম্মদ রিজওয়ান (৪৪) ও বাবর আজম (৩৭) সেট হয়ে আউট হয়ে যান। অজি পেসার মিচেল স্টার্ক ৩টি উইকেট নেন।