Australia Beat South Africa: সেমিফাইনালে ফের হার দক্ষিণ আফ্রিকার, বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

সেমিফাইনালের গণ্ডি ফের টকাতে পারল না দক্ষিণ আফ্রিকা। ১৯৯৯ ও ২০০৭ সালের পর আবার ২০২৩-এর ক্রিকেট বিশ্বকাপেও তাদের হারিয়ে দিল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে তিন উইকেটে জিতে নিল ম্যাচ।

Photo Credits: TW

কলকাতা: সেমিফাইনালের গণ্ডি ফের টকাতে পারল না দক্ষিণ আফ্রিকা। ১৯৯৯ ও ২০০৭ সালের পর আবার ২০২৩-এর ক্রিকেট বিশ্বকাপেও তাদের হারিয়ে দিল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে তিন উইকেটে জিতে নিল ম্যাচ।

টসে জিতে প্রথম ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা। কিন্তু, তার সুবিধা তুলতে পারেনি ব্যাটসম্যানরা। বাভুমা নিজেই শূন্য রানে আউট হন। শেষ পর্যন্ত ডেভিড মিলারের লড়াকু ১০১ ও হেনরিক ক্লাসেনের ৪৭ রানের উপর ভর করে ৪৯ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ২১২ করে দক্ষিণ আফ্রিকা।

টসে জিতে প্রথম ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা। কিন্তু, তার সুবিধা তুলতে পারেনি ব্যাটসম্যানরা। বাভুমা নিজেই শূন্য রানে আউট হন। শেষ পর্যন্ত ডেভিড মিলারের লড়াকু ১০১ ও হেনরিক ক্লাসেনের ৪৭ রানের উপর ভর করে ৪৯ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ২১২ করে দক্ষিণ আফ্রিকা।

অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটাই ভালো করেছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার হেড ও ডেভিড ওয়ার্নার। ৪৮ বলে ৬২ রান করেন হেড আর ওয়ার্নার করেন ১৮ বলে ২৯ রান। তবে একসময়ে কেশব মহারাজ ও তাবরেজ শামসির দুরন্ত বোলিংয়ের জেরে চাপে পড়ে গেছিল অজিরা। ১৯৭ রানে ৭ উইকেটে হারিয়ে ফেলেছিল। কিন্ত, স্টার্ক ও অধিনায়ক কামিন্সের ১৬ ও ১৪ রান অস্ট্রেলিয়াকে ফের তুলে দিল বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। আগামী রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি করল তাদের। আরও পড়ুন: MS Dhoni Pooja Video: পৈত্রিক গ্রামে গিয়ে কুলদেবতার পুজো দিলেন সস্ত্রীক ধোনি, দেখুন ভিডিয়ো