IPL Auction 2025 Live

Australia Beat India In Chennai: চেন্নাইয়ে তৃতীয় ম্যাচে ভারতকে ২১ রানে হারিয়ে একদিনের সিরিজে জয়ী অস্ট্রেলিয়া

তামিলনাড়র রাজধানী চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে ভারতকে ২১ রানে হারাল অস্ট্রেলিয়া। এর ফলে ভারতে চলা দুদেশের একদিনের ম্যাচের সিরিজে ২-১ স্কোরে জিতে নিল তারা।

Photo Credits: Twitter / @BCCI

চেন্নাই: তামিলনাড়র রাজধানী চেন্নাইয়ের (Chennai) এমএ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium) একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে (3rd ODI) ভারতকে (India) ২১ রানে হারাল (Beat) অস্ট্রেলিয়া (Australia)। এর ফলে ভারতে চলা দুদেশের একদিনের ম্যাচের সিরিজে ২-১ স্কোরে জিতে নিল তারা। তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে তামিলনাড়ুর (Tamilnadu) রাজধানীতে এসে সিরিজ জিতে গেল অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ব্যাট ও বলে দুদিকে জ্বলে উঠেও ভারতকে জয়ী করতে পারলেন না হার্দিক পান্ডিয়া।

প্রথম ইনিংসে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ২৬৯ রানে সব উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার। মাইকেল মার্শ ৪৭ বলে ৪৭ রানের একটি দারুণ ইনিংস খেলেন। এছাড়া আলেক্স ক্যারে ৪৬ বলে ৩৮ ও হেড ৩১ বলে ৩৩ রান করেন। অন্যদিকে ভারতের হয়ে ৮ ওভার বল করে ৪৪ রানে তিনটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। অন্যদিকে ১০ ওভার বল করে ৫৬ রানে তিন উইকেট নেন কুলদীপ যাদব ও সাত ওভার বল করে ৩৭ রানে ২ উইকেট তোলেন মহম্মদ সিরাজ।

অন্যদিকে ২৭০ রানের লক্ষ্যকে সামনে রেখে ব্যাট করতে নেমে ৪৯ ওভার এক বলে ২৪৮ রানে থেমে যায় ভারতের ইনিংস। বিরাট কোহলি ৭২ বলে ৫৪, হার্দিক পান্ডিয়া ৪০ বলে ৪০ এবং শুভমান গিল ৪৯ বলে ৩৭ রান করলেও বাকিরা জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে পারেননি। ফলে তৃতীয় একদিনের ম্যাচে পরাজিত হয়ে সিরিজ হারতে হল টিম ইন্ডিয়াকে। হার্দিক পান্ডিয়ার ব্যাটে ৪০ বলে ৪০ ও বলে তিনটি উইকেট আর বিরাট কোহলির ৫৪ রান কোনও কাজেই এলো না। আরও পড়ুন: Suryakumar Yadav Embarrassing Record: লজ্জাজনক! প্রথম ভারতীয় হিসেবে পরপর তিনটি একদিনের ম্যাচে শূন্য সূর্যকুমারের