AUS vs SL, ICC ODI World Cup Live Streaming: এখনও অধরা জয়, অস্ট্রেলিয়া না শ্রীলঙ্কা কার ঝুলিতে আসবে প্রথম জয়, সরাসরি দেখবেন যেখানে

অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ০০টেয় এবং বাংলাদেশ সময় দুপুর ২ঃ৩০টেয়।

AUS vs SL, CWC 2023 (Photo Credits: ICC/ X)

আজ ১৬ অক্টোবর লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী ইকানা ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শুরু একদম ভালো হয়নি। প্রথম ম্যাচে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ৬ উইকেটে হার আসে। এরপর শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ড পারফরম্যান্সে বৃহস্পতিবার লখনউতে অস্ট্রেলিয়া ১৩৪ রানে পরাজিত হয়েছে। কুইন্টন ডি ককের (Quinton de Kock) টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ৩১১ রানের প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর গড়ে প্রথম পাওয়ার প্লেতেই মিচেল মার্শ (Mitchell Marsh), ডেভিড ওয়ার্নার (David Warner) ও স্টিভ স্মিথের (Steve Smith) উইকেট নিয়ে ম্যাচটি কার্যত নিশ্চিত করে দেয় প্রোটিয়ারা। সন্দেহাতীতভাবে ৬ উইকেটে যখন ৭১ রানে অস্ট্রেলিয়া তখন মার্নাস লাবুশানে (Marnus Labuschagne) ও মিচেল স্টার্কের (Mitchell Starc) ৬৯ রানের জুটি না হলে হারের ব্যবধান আরও বেশী হতো। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সর্বক্ষেত্রেই অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে।

অন্যদিকে, প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিশাল ৪২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বহুল প্রচেষ্টায় ৩২৬ রান করলেও সেটা যথেষ্ট না হওয়ায় ১০২ রানে পরাজিত হয়। এরপর শেষ ম্যাচে মঙ্গলবার হায়দরাবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৪৫ রান তাড়া করে ১০ বল হাতকে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান। শ্রীলঙ্কার ৩৪৫ রান তাড়া করতে নেমে ম্যাচের সেরা ক্রিকেটার রিজওয়ান ১২১ বলে ১৩১ রানে অপরাজিত থাকেন। পাক উইকেটকিপার ৮টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি হাঁকান। ভালো বোলিং না থাকায় বৃথা যায় শ্রীলঙ্কার কুশল মেন্ডিসের ১২২ ও সাদিরা সমরাবিক্রমের ১০৪ রান। এখন দুই দলই পয়েন্ট টেবিলের নিম্নেই রয়েছে এবং আশা করবে জয়ের খাতা খুলতে। Dasun Shanka Ruled Out: চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দাসুন শানাকা, দলে এলেন চামিকা করুনারত্নে

অস্ট্রেলিয়ার দলঃ প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক।

শ্রীলঙ্কার দলঃ দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, দিমুথ করুনারত্নে, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, সাদিরা সামারাবিক্রমা, দুনিথ ওয়েলালাগে, কাসুন রাজিথা, মহীশ থিকসানা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা ও দিলশান মধুশাঙ্কা।

রিজার্ভ খেলোয়াড়: চামিকা করুনারত্নে।

কবে, কোথায় আয়োজিত হবে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ?

১৬ অক্টোবর লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী ইকানা ক্রিকেট স্টেডিয়ামে (Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium, Lucknow) ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা।

কখন থেকে শুরু হবে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ?

অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ০০টেয় এবং বাংলাদেশ সময় দুপুর ২ঃ৩০টেয়।

জেনে নিন টিভিতে কোথায় অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ

সরাসরি টিভিতে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ ভারত দেখবেন স্টার স্পোর্টসে এবং বাংলাদেশে দেখবেন গাজী টিভিতে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ

সরাসরি অনলাইনে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে।