IPL Auction 2025 Live

AUS vs IND 1st Test Toss Update: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের; জানুন দুদলের একাদশ

সোয়ান নদীর তীরে অবস্থিত অপ্টাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ায় ভক্তরা এই ম্যাচ দেখতে প্রস্তুত। এই স্টেডিয়ামে মোট দর্শকদের আসন সংখ্যা ৬১,২৬৬। আজ ম্যাচের আবহাওয়ার পূর্বাভাস বলছে রৌদ্রোজ্জ্বল আকাশের সাথে মনোরম দিন থাকবে। দিনের তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।

AUS vs IND Toss Update (Photo Credit: ICC/ X)

Australia National Cricket Team vs India National Cricket Team, 1st Test Toss Update & Playing XI: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল আজ পার্থ স্টেডিয়ামে বর্ডার গাভাস্কর ট্রফির (AUS বনাম IND) প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। সোয়ান নদীর তীরে অবস্থিত অপ্টাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ায় ভক্তরা এই ম্যাচ দেখতে প্রস্তুত। এই স্টেডিয়ামে মোট দর্শকদের আসন সংখ্যা ৬১,২৬৬। পার্থের পিচের কথা বলতে গেলে এই পিচটিও অস্ট্রেলিয়ার বাকি মাঠের মতো পেস ও বাউন্সের জন্য পরিচিত। সেই ঐতিহ্যকে কাজে লাগিয়ে পার্থের পিচ তৈরি করেছেন কিউরেটর আইজ্যাক ম্যাকডোনাল্ড। আজ ম্যাচের আবহাওয়ার পূর্বাভাস বলছে রৌদ্রোজ্জ্বল আকাশের সাথে মনোরম দিন থাকবে। দিনের তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। তবে বৃষ্টির সম্ভাবনা এক শতাংশ। হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডির হাতে যথাক্রমে অশ্বিন ও বিরাট কোহলি টেস্ট ক্যাপ তুলে দিয়েছেন। অন্যদিকে, অস্ট্রেলিয়া দলে জায়গা করেছেন নাথান ম্যাকসুইনি। AUS vs IND 1st Test Live Streaming: কাল সকালেই অস্ট্রেলিয়া বনাম ভারত; কোথায় দেখবেন প্রথম টেস্ট, জানুন বিস্তারিত

টসঃ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের।

অস্ট্রেলিয়ার একাদশঃ নাথান ম্যাকসুইনি, উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, মিচেল মার্শ, ট্র্যাভিস হেড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

ভারতের একাদশঃ যশস্বী জয়সওয়াল, কে  এল রাহুল, দেবদত্ত পাডিক্কল,  বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), মহম্মদ সিরাজ, হর্ষিত রানা।