Ravi Ashwin Retirement: অপমানের কারণে অবসর নিয়েছেন অশ্বিন! বাবার বক্তব্যে অবশেষে নীরবতা ভাঙলেন স্পিন তারকা

অশ্বিনের বাবা সম্প্রতি এক মিডিয়াকে বলেন অশ্বিন প্রায় ১৪-১৫ বছর ধরে খেলেছেন আচমকা এই অবসর সত্যিই ধাক্কা। অবসরের কথা বলতে গিয়ে তিনি দাবি করেন যে অশ্বিন অপমানিত হচ্ছিলেন।

Ashwin and His Father (Photo Credit: @JaipalabhishekS/ X)

Ravi Ashwin Retirement: ভারতের অন্যতম স্পিন কিংবদন্তি হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার একদিন পর তাঁর বাবা রবিচন্দ্রনের একটি বড় মন্তব্য নিয়ে নীরবতা ভেঙেছেন রবিচন্দ্রন অশ্বিন। বর্ডার গাভাস্কর ট্রফিতে (AUS বনাম IND) দুটি টেস্ট বাকি থাকতে, ব্রিসবেনে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ড্র হওয়ার পরে অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। সক্রিয় খেলোয়াড়দের মধ্যে ৫৩৭ উইকেট নিয়ে বিশ্বের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি অশ্বিন ম্যাচের পরপরই ঘোষণা করেন যে তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। এরপর বৃহস্পতিবার তাঁর বাবা রবিচন্দ্রন জানিয়েছেন, আচমকা অবসরের পিছনে অন্যতম কারণ হতে পারে 'অপমান'। বিজিটি সিরিজে এখনও পর্যন্ত তিনটি টেস্টের মধ্যে মাত্র একটিতে অশ্বিনকে বেছে নেওয়া হয়। রবিচন্দ্রন News18-কে বলেন, অশ্বিন প্রায় ১৪-১৫ বছর ধরে খেলেছেন আচমকা এই অবসর সত্যিই ধাক্কা। অবসরের কথা বলতে গিয়ে তিনি দাবি করেন যে অশ্বিন অপমানিত হচ্ছিলেন। Ravi Ashwin Back to Chennai: দেখুন, অবসরের পরের দিনই চেন্নাই ফিরতে ছেলেকে দেখে আবেগে ভাসলেন অশ্বিনের বাবা

তাঁর কথায়, 'আর কতদিন সে এসব সহ্য করতে পারবে? সম্ভবত, সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে। আমিও আসলে শেষ মুহূর্তে জানতে পেরেছি। তার মনের মধ্যে কী চলছিল আমি জানি না। সে শুধু ঘোষণা করল। আমিও আনন্দের সঙ্গে তা গ্রহণ করলাম। এর জন্য আমার কোনো অনুভূতি ছিল না। কিন্তু সে যেভাবে অবসর দিয়েছে, তাতে আমি কিছুটা খুশি হয়েছি, আবার কিছুটা অখুশিও, কারণ ওর চালিয়ে যাওয়া উচিত ছিল।' তবে, 'অবসর তার ইচ্ছা, আমি এতে হস্তক্ষেপ করতে পারি না, তবে সে যেভাবে বিষয়টি জানিয়েছে, এর অনেকগুলি কারণ থাকতে পারে। শুধু অশ্বিনই জানে, এর মধ্যে একটি হয়তো অপমান।'

বাবার অভিযোগে অবশেষে নীরবতা ভাঙলেন স্পিন তারকা

এবার বাবার বক্তব্য নিয়ে নীরবতা ভাঙলেন অশ্বিন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমার বাবা মিডিয়া ট্রেনড নন, বাবা এন্না দা ইথেলাম। আমি কখনও ভাবিনি যে আপনারা বাবার বিবৃতি নিয়ে এরকম করবেন। সবাইকে অনুরোধ করছি, তাঁকে ক্ষমা করে দিন এবং তাঁকে একা থাকতে দিন।' আসলে সংবাদ সংস্থা পিটিআই-এর এক রিপোর্টে আগেই বলা হয়েছিল, অশ্বিন টিম ম্যানেজমেন্টকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, অস্ট্রেলিয়া সিরিজে প্রথম একাদশে জায়গা নিশ্চিত না হলে তিনি সেখানে যাবেন না। তবে বুধবার ভারতের অধিনায়ক রোহিত শর্মা কিছু তথ্য শেয়ার করেন। তিনি সেদিন জানান যে অশ্বিন অবসরের কথা ভাবছিলেন। তবে অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দিন-রাত্রির টেস্ট ম্যাচ না খেলা পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে রাজি করান রোহিত।

বাবার পাশে দাঁড়িয়ে অশ্বিনের পোস্ট



@endif