মিচেল স্টার্কের খুনে ডেলিভারিতে ভাঙল জো রুটের অ্যাবডমিনাল গার্ড, আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন অজি অধিনায়ক (দেখুন ভিডিও)
মিচেল স্টার্ক, প্যাট কামিন্স-রা আগুন ঝরাচ্ছেন। রবিবার অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার পেসারদের আগুনে স্পেলে ঝলসে যাচ্ছে ইংল্যান্ড। ম্যাচের শেষ দিনে ৩৮২ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড ১৬৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছে।
ম্যানচেস্টার, ৮ সেপ্টেম্বর: Mitchell Starc Breaks Joe Root’s Abdominal Guard। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স-রা আগুন ঝরাচ্ছেন। রবিবার অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার পেসারদের আগুনে স্পেলে ঝলসে যাচ্ছে ইংল্যান্ড। ম্যাচের শেষ দিনে ৩৮২ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড ১৬৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছে। প্যাট কামিন্স ইংল্যান্ড ইনিংসের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। কামিন্স ইতিমধ্যেই ফিরিয়ে দিয়েছেন বার্নস (০), জো রুট (০), জেসন রয় (৩১), জনি বেয়ারস্টো (২৫)-কে।
এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্টার্কের এক আগুনে ডেলিভারি। ওল্ড ট্রাফোর্ড টেস্টের তৃতীয় দিনে পেসার মিচেল স্টার্কের ১৪০ কিমি প্রতি ঘণ্টায় ছুটে আসা ডেলিভারিতে ইংল্যান্ডের অধিনায়ক জো রুটের অ্যাবডমিনাল (পেটের) গার্ড ভেঙে দু টুকরো হয়ে যায়। অ্যাবডমিনাল গার্ড ভেঙে পড়ায় আঘাতও পান রুট। আরও পড়ুন-সময় যেমনই যাক বিরাট কোহলির ঘড়ির দাম প্রায় ৭০ লক্ষ টাকা
দেখুন ভিডিও--
স্টার্কের বলের গতির আঘাত পেয়ে চোট পেয়ে মাটিতে বসে পড়েন রুট। রুটের প্রাথমিক চিকিৎসাও করতে হয়। রুটের জন্য বাধ্য হয়ে ড্রেসিং রুম থেকে নতুন গার্ড আনতে হয় রুটের জন্য। নতুন গার্ড পরে ফের ব্যাট করতে নামেন ব্রিটিশ অধিনায়ক। প্রথম ইনিংসে ৭১ রান করেন রুট। তবে দ্বিতীয় ইনিংসে কামিন্সের প্রথম বলেই বোল্ড হয়ে শূন্য রানে আউট হন রুট।