Team India: হোয়াইটওয়াশের ধাক্কায় বাদ পড়তে পারেন ভারতের সিনিয়র ক্রিকেটাররা, বিরাটদের জন্য কঠিন নিয়ম আনছে বোর্ড!
রোহিত শর্মা, বিরাট কোহলিদের হাল কি এবার পাকিস্তানের বাবর আজমের মত হতে চলেছে? কিউইদের কাছে হোয়াইটওয়াশের পর অস্ট্রেলিয়া সফরেও ব্যর্থ হলে রোহিত, বিরাট, অশ্বিনদের আর টেস্ট দলে নাও দেখা যেতে পারে।
রোহিত শর্মা, বিরাট কোহলিদের হাল কি এবার পাকিস্তানের বাবর আজমের মত হতে চলেছে? কিউইদের কাছে হোয়াইটওয়াশের পর অস্ট্রেলিয়া সফরেও ব্যর্থ হলে রোহিত, বিরাট, অশ্বিনদের আর টেস্ট দলে নাও দেখা যেতে পারে। আর, 'বাবা বাছা' নয়, সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর অতিরিক্ত নজরদারি চালানোর পথে বোর্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার দেশের মাটিতে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার মহালজ্জার পর বিসিসিআই নড়েচড়ে বসছে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ টেস্ট সিরিজ হারকে হাল্কাভাবে না নিয়ে বোর্ড কর্তারা হারের ময়নাতদন্ত করতে চলেছেন। শুধু কিউইদের বিরুদ্ধে ০-৩ হার নয়, চলতি বছর দেশের মাটিতে রোহিতরা মোট চারটি টেস্ট হেরেছেন। একটা বছরে ঘরের মাটিতে এতগুলো টেস্টে হার ১৯৬৯ সালের পর এই প্রথম। রোহিতদের বিপর্যয়ের এই ময়নাতদন্তে প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলাদা কমিটি গড়া হলেও অবাক হওয়ার থাকবে না। এমনটাই বলছেন ক্রিকেট সাংবাদিকদের একটা অংশ।
অজি সফরে উড়ে যাওয়ার আগে কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বৈঠকে বসছেন বোর্ড কর্তারা। দলের সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়েও আলাদা করে নির্বাচকদের সঙ্গে কথা বলবেন বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা। ক মাস আগে দক্ষিণ আফ্রিকায় টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটাররা যে অতিরিক্ত আত্মতুষ্টিতে ভুগেছেন সে কথা বলছে ক্রিকেট বিশেষজ্ঞমহল। মুম্বই টেস্টে হেরে হোয়াইটওয়াশ হওয়ার পর সচিন তেন্ডুলকরও টিম ইন্ডিয়ার ক্রিকেটার আত্মবিশ্লেষণের কথা বলেছেন। আরও পড়ুন-কিউই বিপর্যয়ের পর কী বললেন সচিন তেন্ডুলকর
রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিন- টিম ইন্ডিয়ার এই চার সিনিয়র ক্রিকেটারের পারফরম্যান্সই আতসকাঁচের তলায়। অস্ট্রেলিয়ায় সিরিজ হেরে বিশ্ব টেস্টে চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালে উঠতে না পারলেও রোহিত, বিরাট-দের শেষ টেস্ট অস্ট্রেলিয়াতেই হতে চলেছে সেটা নাকি একপ্রকার নিশ্চিত। কিউই সিরিজে হোয়াইওয়াশ হওয়ার পিছনে চুম্বকে তিনটি প্রধান কারণ উঠে আসছে-১) রোহিত শর্মাদের অতিরিক্ত আত্মতুষ্টি, ২) বাংলাদেশের বিরুদ্ধে ২-০ সিরিজ জিতে কিউই সিরিজকে গুরুত্ব না দেওয়া, ৩) টম লাথামদের বিরুদ্ধে কোনওরকম প্রস্তুতি ছাড়াই খেলতে নেমে পড়া। এবার থেকে যে কোন টেস্ট সিরিজের আগে প্রস্তুতি শিবির বাধ্যতামূলক হতে পারে। যদিও টিম ইন্ডিয়ার ঘরের মাঠে টেস্ট সিরিজ এখনও অনেকটা বাকি। টিম ইন্ডিয়ার পরবর্তী টেস্ট হোম সিরিজ, আগামী বছর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। দলীপ ট্রফি সহ ঘরোয়া ক্রিকেটে খেলা বাধ্যতামূলক হচ্ছে। পাশাপাশি আর নিজেদের ইচ্ছামত বিশ্রাম নিতে পারবেন না কোহলিরা।