AFG vs SA 3rd ODI Live Streaming: আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় ওয়ানডে; সরাসরি দেখবেন যেখানে

আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় ওয়ানডে ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে ইউরো স্পোর্টসে। অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে এবং বাংলাদেশে দেখানো হবে স্টাইক্স স্পোর্টসে।

AFG vs SA ODI Series (Photo Credit: ACB Media/ X)

: আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল তৃতীয় ওয়ানডে শারজাহর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে। সিরিজ হারলেও রবিবার (২২ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে সান্ত্বনার জয় পেতে চাইবে প্রোটিয়ারা। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে ইতিহাস গড়ে টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়েছে হাসমতউল্লাহ শাহিদির আফগানিস্তান। প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে কোনো ফরম্যাটে প্রথম জয় পেয়েছে আফগানিস্তান। দ্বিতীয় ওয়ানডেতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫ দলের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে আফগানরা। আগের দুটি ৫০ ওভারের লড়াইয়ে ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দুটি ম্যাচই জিতেছে প্রোটিয়ারা। তবে চলতি সিরিজে সেই রেকর্ড উল্টে গেছে। সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১০৬ রানে গুটিয়ে যায় এবং আফগানরা ৬ উইকেট ও ২৪ ওভার বাকি থাকতেই জয় পায়। দ্বিতীয় ম্যাচে ৩১২ রানের টার্গেটে দক্ষিণ আফ্রিকা ১৩৪ রানে অলআউট হয়ে যায়। ICC Men's Cricket World Cup League 2 Live Streaming: নামিবিয়া বনাম মার্কিন যুক্তরাষ্ট্র, আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লীগ ২, সরাসরি দেখুন

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রিজা হেনড্রিকস, জেসন স্মিথ, উইয়ান মুল্ডার, আন্দিলে ফেলুকওয়ায়ো, লুঙ্গি এনগিডি, ওটনিল বার্টম্যান, নান্দ্রে বার্গার, লিজাড উইলিয়ামস, বিয়র্ন ফরটুইন, কাইল ভেরেইন, আন্দিলে সিমেলেন, নাকাবা পিটার।

আফগানিস্তান স্কোয়াড: রহমানউল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, আজমতউল্লাহ ওমরজাই, মহম্মদ নবী, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, গুলবাদিন নাইব, রশিদ খান, ইকরাম আলিখিল, ফজলহক ফারুকি, আল্লাহ গাজানফার, ফরিদ আহমেদ মালিক, দারউইশ রাসুলি, আব্দুল মালিক, বিলাল সামি, নাঙ্গেলিয়া খারোতে, নাভিদ জাদরান।

কবে, কোথায় আয়োজিত হবে আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় ওয়ানডে ম্যাচ? 

২২ সেপ্টেম্বর শারজাহর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে (Sharjah Cricket Stadium, Sharjah) তৃতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা।

কখন থেকে শুরু হবে আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় ওয়ানডে ম্যাচ?

আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় ওয়ানডে ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায় এবং বাংলাদেশে ৬ টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় ওয়ানডে ম্যাচ?

আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় ওয়ানডে ম্যাচটি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে ইউরো স্পোর্টস (Euro Sports) তবে বাংলাদেশে দেখানো হবে না

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় ওয়ানডে ম্যাচ?

আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় ওয়ানডে ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App) এবং বাংলাদেশে দেখানো হবে স্টাইক্স স্পোর্টসে (Styx Sports)।

Tags

আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা সরাসরি দেখুন আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা সরাসরি দেখুন ভারতে আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা সরাসরি দেখুন বাংলাদেশে আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা সরাসরি দেখুন ইউরো স্পোর্টসে আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা সরাসরি দেখুন স্টাইক্স স্পোর্টসে আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা সরাসরি দেখুন ফ্যানকোডে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল AFG vs SA AFG vs SA 3rd ODI AFG vs SA Live Streaming AFG vs SA Live Streaming in India AFG vs SA Live Streaming in Bangladesh AFG vs SA Live Streaming in Euro Sports AFG vs SA Live Streaming on FanCode AFG vs SA Live Streaming on Styx Sports Afghanistan National Cricket Team vs South Africa National Cricket Team Afghanistan National Cricket Team South Africa National Cricket Team Afghanistan National Cricket Team vs South Africa National Cricket Team 3rd ODI


@endif