Abhishek Sharma: হারের পর টিম ইন্ডিয়া যেন খোঁচা খাওয়া বাঘ, ৪৬ বলে সেঞ্চুরিতে নজির অভিষেক শর্মা-র
হারের ধাক্কার পর দারুণ প্রত্যাবর্তন। গতকাল, শনিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে হারের পর ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া।
হারের ধাক্কার পর দারুণ প্রত্যাবর্তন। গতকাল, শনিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে হারের পর ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া। রবিবার হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে শুবমন গিলের দল করল ২ উইকেটে ২৩৪ রান। জিম্বাবোয়ের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে এটাই সর্বোচ্চ রানের টি টোয়েন্টি ইনিংস।
অভিষেক আন্তর্জাতিক ম্যাচে শূন্য রানে আউট হওয়ার টিম ইন্ডিয়ার নয়া ওপেনার অভিষেক শর্মা এদিন ৪৬ বলে সেঞ্চুরি করে নজির গড়লেন। অধিনায়ক গিল (২) শুরুতে আউট হয়ে যাওয়ার পর তিনে নামা ঋতুরাজ গায়কোয়েড় ৪৭ বলে ৭৭ রানের অপরাজিত অবিশ্বাস্য ইনিংস খেললেন। গতকাল শূন্য রানে আউট হওয়া রিঙ্কু সিং ২২ বলে ৪৮ রানের দারুণ ক্যামিও ইনিংস খেললেন। দ্বিতীয় উইকেটে অভিষেক-ঋতুরাজ ৭৬ বলে ১৩৬ রানের দুরন্ত পার্টনারশিপ গড়েন। অভিষেক তাঁর সেঞ্চুরির প্রথম হাফ সেঞ্চুরিটা করেচিলেন ৩৩ বলে, আর পরবর্তী ৫০ রানটা করেন মাত্র ১৩ বলে। গতকাল এই হারারের মাঠেই ৪ বল খেলে শূন্য রানে আউট হয়েছিলেন দেশের জার্সিতে অভিষেক ম্যাচে খেলা অভিষেক। আরও পড়ুন: শুধু ক্রিকেট চ্যাম্পিয়ানদেরই অভ্যর্থনা, মহারাষ্ট্র সরকারের সমালোচনায় ব্যাডমিন্টন তারকা চিরাগ শেট্টি
দেখুন খবরটি
এবার আইপিএলের হিরো সান রাইজার্সের অভিষেক এদিন তাঁর প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করতে মারলেন ৮টি ওভার বাউন্ডারি, ৭টি বাউন্ডারি। হারারের মাঠে একবারে সুনামি তুলল অভিষেকের ব্যাট। রিঙ্কু সিং ২২ বলের ছোট্ট ইনিংসে মারলেন মোট ৫টি ওভার বাউন্ডারি, ২টি বাউন্ডারি। ঋতুরাজ হাঁকালেন ১১টি বাউন্ডারি, ১টি ওভার বাউন্ডারি। গতকাল টিম ইন্ডিয়ার তারকা ব্যাটারদের মাত্র ১০২ রানে অল আউট করা জিম্বাবোয়ের বোলাররা এদিন ধরাশায়ী হলেন। জিম্বাবোয়ের মোট ৮ জন বোলার বল করলেন। উইকেট পেলেন মাত্র ২ জন।