Team India Coaching Staff: গম্ভীরের সহকারী কোচ হিসেবে ভারতীয় দলে যোগ দেবেন অভিষেক নায়ার, টি-দিলীপ

গম্ভীরের সঙ্গে যোগ দিতে চলেছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার অভিষেক নায়ার এবং নেদারল্যান্ডসের প্রাক্তন ক্রিকেটার রায়ান টেন ডেসকাট। গম্ভীরের সহকারী কোচ হিসাবে টিম ইন্ডিয়ার কোচিং স্টাফ হিসেবে এরা থাকলেও টি দিলীপকে ফিল্ডিং কোচ হিসাবে বহাল রাখা হবে

Abhishek Nayar (Photo Credit: @KRxtra/ X)

কয়েকদিনের জল্পনার পর ভারতীয় ক্রিকেট দলের নতুন হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) তাঁর সাপোর্ট স্টাফে নতুন সদস্য যোগ করতে চলেছেন। শ্রীলঙ্কা সফর দিয়ে গম্ভীরের সঙ্গে যোগ দিতে চলেছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার অভিষেক নায়ার () এবং নেদারল্যান্ডসের প্রাক্তন ক্রিকেটার রায়ান টেন ডেসকাট (Ryan ten Doeschate)। গম্ভীরের সহকারী কোচ হিসাবে টিম ইন্ডিয়ার কোচিং স্টাফ হিসেবে এরা থাকলেও টি দিলীপকে (T Dilip) ফিল্ডিং কোচ হিসাবে বহাল রাখা হবে। দিলীপের মেয়াদ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর পরে শেষ হয়ে যায়। তিনি রাহুল দ্রাবিড় (প্রধান কোচ), বিক্রম রাঠোর (ব্যাটিং কোচ) এবং পরস মামব্রের (বোলিং কোচ) সঙ্গে তাদের নিজ ভূমিকা থেকে বিদায় নিয়েছিলেন। তবে দিলীপকে ধরে রাখা হয়েছে কারণ তিনি খেলোয়াড়দের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং তাদের মধ্যে সম্পর্ক ভালো রাখতে বড় ভূমিকা পালন করেছেন। Kaif on Hardik's Captaincy: টি-টোয়েন্টি অধিনায়কত্ব হার্দিকের 'অধিকার', পান্ডিয়ার পাশে দাঁড়ালেন মহম্মদ কাইফ

মামব্রের পরিবর্তে বোলিং কোচ কে হবেন তা নিয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। প্রতিবেদনে বলা হয়েছে যে মরনে মরকেল যিনি লখনউ সুপার জায়ান্টসে গম্ভীরের সাথে একই ক্ষমতায় কাজ করেছেন তিনি এই ভূমিকার জন্য শক্তিশালী প্রার্থী। উল্লেখ্য, মরকেল ছাড়াও নায়ার ও টেন ডেসকাট গম্ভীরের সঙ্গে কাজ করেছেন। ২০২৪ মরসুমে কলকাতা নাইট রাইডার্সে আইপিএল ট্রফি জেতার সময় গম্ভীরের সঙ্গে ছিলেন তাঁরা। ২২ জুলাই (সোমবার) শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে টিম ইন্ডিয়া। ওই দিনই বিসিসিআই সাংবাদিক সম্মেলন করে গম্ভীরকে ভারতীয় কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে। মিডিয়া সেশনে উপস্থিত থাকবেন নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব।