2024 ICC Women's T20 World Cup Points Table Update: সেমির দরজা খুলতে ভারতীয়দের চোখ পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচে; মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পয়েন্ট তালিকায় কে কোথায় দাঁড়িয়ে?

2024 ICC Women's T20 World Cup Points Table Photo Credit: X

আরব আমির শাহির দুটি ভেনু দুবাই ও শারজায় হচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।যার মধ্যে শারজাতে ১৩ অক্টোবর অস্ট্রেলিয়ার (Australia Women's National Cricket Team) বিরুদ্ধে খেলা গুরুত্বপূর্ণ ম্যাচে টিম ইন্ডিয়া (India women's national cricket team ) ৯ রানে হেরেছে।এই ম্যাচে জিততে ভারতের সামনে ১৫২ রানের টার্গেট রেখেছিল অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়া ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রান করে মাঠ ছাড়ে। যার ফলে এই হারের পর ভারতীয় দলের সেমিফাইনাল খেলা প্রায় কঠিন হয়ে পড়েছে।এই মুহুর্তে টিম ইন্ডিয়ার আশা এখন পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের উপর। টিম ইন্ডিয়া সেমিফাইনালে যেতে চাইলে নিউজিল্যান্ড দলকে হারাতে হবে পাকিস্তানকে। এ ছাড়া ভারতের নেট রান রেট নিউজিল্যান্ডের চেয়ে ভালো হওয়া উচিত।

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের মুখে পড়ে টিম ইন্ডিয়া। এরপর পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারায় ভারতীয় দল। কিন্তু গ্রুপ পর্বে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের মুখে পড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে।