Copa America 2021 Schedule, Free PDF Download Online: আয়োজক বদল হওয়ায় কোপার সূচিতে বদল, জানুন নতুন সূচি
শুরু হয়ে গেল ৪৭তম কোপা আমেরিকার আসর (Copa America 2021)। প্রথমে ঠিক ছিল এবারের কোপা যৌথভাবে আয়োজিত হবে আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। ২০২০ সালে করোনার কারণে কোপা বাতিল এক বছর পিছিয়ে যায়। কিন্তু গত মাসের শেষের দিকে কলম্বিয়া জানায়, তাদের দেশে গৃহযুদ্ধের কারণে তারা কোপা আয়োজন করতে পারবে না। ফলে আর্জেন্টিনাকে একাই পুরো কোপা আয়োজন করতে হত। কিন্তু মেসিদের দেশে করোনার দ্বিতীয় ঢেউ এতই মারাত্মক হতে শুরু করে তারাও কোপা আয়োজন থেকে সরে আসে। এরপর কোপা বাতিল না করে ব্রাজিলে হচ্ছে টুর্নামেন্ট। আয়োজক দেশ বদল হওয়ায় কোপার পূর্ব ঘোষিত সূচিতে কিছু বদল হয়েছে। দেখুন কোপার নতুন সূচি। ফ্রি-তে ডাউনলোড করুন কোপার সূচি এখানে ক্লিক করে (Copa America 2021 Schedule in PDF)
দশটি দেশকে দুটি গ্রুপে ভাগ করে হচ্ছে এবারের কোপা
গ্রুপ এ-- আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া।
গ্রুপ বি- ব্রাজিল, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু।
Match No | Date | Match | Time (IST) | Venue |
1 | ১৪ জুন | ব্রাজিল vs ভেনেজুয়েলা | রাত ২.৩০টা | মানে গ্যারিঞ্চা |
2 | ১৪ জুন | কলম্বিয়া vs ইকুয়েডর | ভোর ৫.৩০টা | অ্যারিনা পান্টানাল |
3 | ১৫ জুন | আর্জেন্টিনা vs চিলি | রাত ২.৩০টা | নিলটন স্যান্টোস |
4 | ১৫ জুন | প্যারাগুয়ে vs বলিভিয়া | ভোর ৫.৩০টা | অলিম্পিকো |
5 | ১৮ জুন | কলম্বিয়া vs ভেনেজুয়েলা | রাত ২.৩০টা | অলিম্পিকো |
6 | ১৮ জুন | ব্রাজিল vs পেরু | ভোর ৫.৩০টা | নিলটন স্যান্টোস |
7 | ১৯ জুন | চিলি vs বলিভিয়া | রাত ২.৩০টা | অ্যারিনা পান্টানাল |
8 | ১৯ জুন | আর্জেন্টিনা vs উরুগুয়ে | ভোর ৫.৩০টা | মানে গ্যারিঞ্চা |
9 | ২২ জুন | উরুগুয়ে vs চিলি | রাত ২.৩০টা | অ্যারিনা পান্টানাল |
10 | ২২ জুন | আর্জেন্টিনা vs প্যারাগুয়ে | ভোর ৫.৩০টা | মানে গ্যারিঞ্চা |
11 | ২৪ জুন | ইকুয়েডর vs পেরু | রাত ২.৩০টা | অলিম্পিকো |
12 | ২৪ জুন | ব্রাজিল vs কলম্বিয়া | ভোর ৫.৩০টা | নিলটন স্যান্টোস |
13 | ২৫ জুন | বলিভিয়া vs উরুগুয়ে | রাত ২.৩০টা | অ্যারিনা প্যান্টানল |
14 | ২৫ জুন | চিলি vs প্যারাগুয়ে | ভোর ৫.৩০টা | অলিম্পিকো |
15 | ২৮ জুন | ব্রাজিল vs ইকুয়েডর | রাত ২.৩০টা | অলিম্পিকো |
16 | ২৮ জুন | পেরু vs ভেনেজুয়েলা | রাত ২.৩০টা | মানে গ্যারিঞ্চা |
17 | ২৯ জুন | প্যারাগুয়ে vs উরুগুয়ে | ভোর ৫.৩০টা | নিলটন স্যান্টোস |
18 | ২৯ জুন | আর্জেন্টিনা vs বলিভিয়া | ভোর ৫.৩০টা | অ্যারিনা পান্টানাল |
কোয়ার্টার ফাইনাল
Match No | Date | Match | Time (IST) | Venue |
19 | জুলাই ৩, শনিবার | 2B vs 3A | 00:30 | অলিম্পিকো |
20 | জুলাই ৩, শনিবার | 1B vs 4A | 18:30 | নিলটন স্যান্টোস |
21 | জুলাই ৪, রবিবার | 2A vs 3B | 21:30 | মানে গ্যারিঞ্চা |
22 | জুলাই ৪, রবিবার | 1A vs 4B | 00:30 | অলিম্পিকো |
দ্বিতীয় সেমি-৬ জুলাই, মঙ্গলবার। নিটল স্যান্টোস স্টেডিয়ামে। ভোর সাড়ে ৪টে
প্রথম সেমিসেমিফাইনাল--
৭ জুলাই, বুধবার। মানে গ্যারিঞ্চা স্টেডিয়ামে। সকাল সাড়ে ৬টা
তৃতীয় স্থান নির্ধারক
১০ জুলাই, শনিবার- মানে গ্যারিঞ্চা স্টেডিয়ামে। ভোর সাড়ে ৫টা
ফাইনাল-
১১ জুলাই, রবিবার। মারকানা স্টেডিয়াম। ভোর সাড়ে ৫টা
গতবার (২০১৯ সালে) কোপার আসর বসেছিল ব্রাজিলে। ব্রাজিল নিজের দেশে চ্যাম্পিয়ন হয়। এবারও নেইমাররা ফেভারিট হিসেবেই নামছে। একে তো নিজেদের দেশে নামছে ব্রাজিল, পাশাপাশি বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে ৬টা ম্যাচের ৬টাতেই জিতে আত্মবিশ্বাসে টগবগে ব্রাজিল। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে শেষ দুটি ম্যাচে মেসিরা আটকে যান। তবে এবারের কোপা জিততে মরিয়া মেসি।