Copa America 2019 Schedule: ব্রাজিলে চলা কোপা আমেরিকার সূচি, গ্রুপ, স্থান, টাইম টেবিল জানুন (Free PDF Download)
১৪ জুন থেকে পেলে (Pele), রোমারিও (Romario) , নেইমার (Neymar)-দের দেশে শুরু হয়েছে দক্ষিণ আমেরিকার এক নম্বর এই টুর্নামেন্টে কোপা আমেরিকার। ১২টি দেশকে নিয়ে ব্রাজিলে চলছে এবারের কোপা।
স্পোর্টস ডেস্ক: ১৪ জুন থেকে পেলে (Pele), রোমারিও (Romario) , নেইমার (Neymar)-দের দেশে শুরু হয়েছে দক্ষিণ আমেরিকার এক নম্বর এই টুর্নামেন্টে কোপা আমেরিকার। ১২টি দেশকে নিয়ে ব্রাজিলে চলছে এবারের কোপা। ব্রাজিলের মোট ৫টি শহরে ৬টি কেন্দ্রে হচ্ছে টুর্নামেন্টের ম্যাচগুলি। ফাইনাল ৭ জুলাই, রিও ডি জেনিরও-তে। দক্ষিণ আমেরিকার ১০টি দেশের পাশাপাশি এবার কোপা আমেরিকায় খেলছে দুটি এশিয়ার দেশ- জাপান ও কাতার। জাপান এর আগে ১৯৯৯ কোপা আমেরিকায় অংশ নিয়েছিল।
তবে ২০২২ ফিফা বিশ্বকাপের আয়োজক কাতার এই প্রথম কোপায় অংশ নিচ্ছে। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে কাপ জিততে ঝাঁপাতে মরিয়া আয়োজক দেশ ব্রাজিল। অন্যদিকে, মেসি খেলবেন কি না সেই প্রশ্ন রেখেই বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নামবে আর্জেন্টিনা। গতবারের চ্যাম্পিয়ন চিলিও লড়াইয়ে থাকবে। বিনামূল্য ডাউনলোড করুন কোপা আমেরিকা ২০১৯-এর বিস্তারিত ক্রীড়াসূচি
এক নজরে কোপা আমেরিকা ২০১৯--
কোন কোন দল খেলছে--
ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, উরুগুয়ে, ইকুয়েডর, বলিভিয়া, ভেনেজুয়েলা, প্যারাগুয়ে, পেরু জাপান, কাতার
কোন গ্রুপে কারা--
১২টি দলকে তিনটি গ্রুপে ভাগ করে হবে এই টুর্নামেন্ট।
গ্রুপ এ--ব্রাজিল, বলিভিয়া, ভেনেজুয়েলা, পেরু
গ্রুপ বি--আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে, কাতার
গ্রুপ সি--উরুগুয়ে, ইকুয়েডর, চিলি, জাপান
Copa America 2019 Schedule - গ্রুপ পর্যায়ের ক্রীড়াসূচি (ভারতীয় সময় অনুসারে)
ম্যাচ নম্বর | তারিখ | সময়(IST) | গ্রুপ | দল | দল | স্থান |
১ | ১৫ জুন | সকাল ৬টা | এ | ব্রাজিল | বলিভিয়া | সাও পাওলো |
২ | ১৬ জুন | রাত ১২.৩০টা | এ | ভেনেজুয়েলা | পেরু | পোর্তো আলগেরে |
৩ | ১৬ জুন | ভোর ৩.৩০টা | বি | আর্জেন্টিনা | কলম্বিয়া | সালভাডোর |
৪ | ১৭ জুন | রাত ১২.৩০টা | বি | প্যারাগুয়ে | কাতার | রিও ডি জেনিরো |
৫ | ১৭ জুন | ভোর ৩.৩০টা | সি | উরুগুয়ে | ইকুয়েডর | বেলো হোরিজান্তে |
৬ | ১৮ জুন | সকাল ৪.৩০টা | সি | জাপান | চিলি | সাও পাওলো |
৭ | ১৯ জুন | ভোর ৩টে | এ | বলিভিয়া | পেরু | রিও ডি জেনিরো |
৮ | ১৯ জুন | সকাল ৬টা | এ | ব্রাজিল | ভেনেজুয়েলা | সালভাডোর |
৯ | ২০ জুন | রাত ৩টে | বি | কলম্বিয়া | কাতার | সাও পাওলো |
১০ | ২০ জুন | সকাল ৬টা | বি | আর্জেন্টিনা | প্যারাগুয়ে | বেলো হরিজান্তে |
১১ | ২১ জুন | ভোর ৪.৩০টা | সি | উরুগুয়ে | জাপান | পোর্তো আলগেরে |
১২ | ২২ জুন | ভোর ৪.৩০টা | সি | ইকুয়েডর | চিলি | সালভাডোর |
১৩ | ২৩ জুন | রাত ১২.৩০টা | এ | ব্রাজিল | পেরু | সাও পাওলো |
১৪ | ২৩ জুন | রাত ১২.৩০টা | এ | বলিভিয়া | ভেনেজুয়েলা | বেলো হরিজান্তে |
১৫ | ২৪ জুন | রাত ১২.৩০টা | বি | আর্জেন্টিনা | কাতার | পোর্তো আলগেরে |
১৬ | ২৪ জুন | রাত ১২.৩০টা | বি | কলম্বিয়া | প্যারাগুয়ে | সালভাডোর |
১৭ | ২৫ জুন | ভোর ৪.৩০টা | সি | চিলি | উরুগুয়ে | রিও ডি জেনিরো |
১৮ | ২৫ জুন | ভোর ৪.৩০টা | সি | ইকুয়েডর | জাপান | বেলো হরিজান্তে |
লিগ পর্য়ায়ে ১৮টা ম্যাচ হবে। অংশগ্রহণকারী মোট ১৬টি দল থেকে বিদায় নেবে ৮টি দল। কোয়ার্টার ফাইনালে নক আউট পর্বে উঠবে ৮টি দেশ। টুর্নামেন্টের ফর্ম্যাট কেমন
তিনটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স দল সরাসরি উঠবে কোয়ার্টার ফাইনালে। তার মানে তিনটি গ্কুপ থেকে ৬টি দল সরাসরি নক আউটে যাবে। তারপর কোয়ার্টার ফাইনালের বাকি দুটি দল ঠিক হবে তিনটি গ্রুপের তৃতীয় স্থানে দলগুলির পয়েন্টের ওপর। ২০১৬ সালে শতবার্ষিকী কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছিল চিলি। ফাইনালে মেসির আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চিলি।
Copa America 2019 কোয়ার্টার ফাইনাল ক্রীড়াসূচি (ভারতীয় সময় অনুসারে)
ম্যাচ নম্বর | তারিখ | সময় (IST) | দল | দল | স্থান |
১৯ | ২৮ জুন | সকাল ৬টা | Group A1 | Group B/C 3 | পোর্তো আলগেরে |
২০ | ২৯ জুন | রাত ১২.৩০টা | Group A2 | Group B2 | রিও ডি জেনিরো |
২১ | ২৯ জুন | ভোর ৪টে | Group B1 | Group C2 | সাও পওলো |
২২ | ৩০ জুন | রাত ১২.৩০টা | Group B2 | Group A/B 3 | সালভাডোর |
Copa America 2019 সেমিফাইনাল ক্রীড়াসূচি (ভারতীয় সময় অনুসারে
ম্যাচ নম্বর | তারিখ | তারিখ (IST) | দল | দল | স্থান |
২৩ | ৩ জুলাই | সকাল ৬টা | জয়ী M19 | জয়ী M21 | সালভাডোর |
২৪ | ৪ জুলাই | সকাল | Winner M20 | Winner M22 | পোর্তো আলগেরে |
১৯১৬ সালে আর্জেন্টিনায় প্রথমবার বসেছিল কোপা আমেরিকার আসর। কোপার ইতিহাসে সফলতম দেশ-উরুগুয়ে। উরুগুয়ে মোট ১৫বার চ্যাম্পিয়ন হয়েছিল, আর্জেন্টিনা মোট ১৪বার খেতাব জেতে। সেখানে ব্রাজিল মাত্র ৮বার কোপা কাপ জেতে।
তৃতীয়-চতুর্থ স্থানাধিকারী নির্ধারণ ম্যাচের সূচি
২৫ জুলাই, রাত ১২.৩০টা সাও পাওলো
ফাইনাল
২৬ জুলাই, রাত ১.৩০টা, রিও ডি জেনিরো
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)