Ravi Dahiya: ৪ কোটি, সরকারি চাকরি, হাফ দামে জমি; রবি কুমার দহিয়াকে বড় উপহার হরিয়ানা সরকারের

অলিম্পিক (Tokyo Olympics 2020) কুস্তিতে রুপো জেতার জন্য রবি কুমার দহিয়াকে (Ravi Dahiya) বড় উপহার হরিয়ানা সরকারের (Haryana govt)। রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, রবিকে প্রথম শ্রেণির চাকরি দেওয়া হবে। বাড়ি করার জন্য ৫০ শতাংশ ছাড়ে জায়গা দেওয়া হবে। জায়গা নিজেই পছন্দ করতে পারবেন রবি। এছাড়াও রুপো জয়ীর গ্রামে কুস্তির জন্য একটি ইন্ডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। এছাড়াও দেওয়া হবে ৪ কোটি টাকা।

রবি কুমার দহিয়া

অলিম্পিক (Tokyo Olympics 2020) কুস্তিতে রুপো জেতার জন্য রবি কুমার দহিয়াকে (Ravi Dahiya) বড় উপহার হরিয়ানা সরকারের (Haryana govt)। রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, রবিকে প্রথম শ্রেণির চাকরি দেওয়া হবে। বাড়ি করার জন্য ৫০ শতাংশ ছাড়ে জায়গা দেওয়া হবে। জায়গা নিজেই পছন্দ করতে পারবেন রবি। এছাড়াও রুপো জয়ীর গ্রামে কুস্তির জন্য একটি ইন্ডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। এছাড়াও দেওয়া হবে ৪ কোটি টাকা।

আজ অলিম্পিক কুস্তির পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল ক্যাটাগরির ফাইনালে রাশিয়ার জাউর উগুয়েভের কাছে হারেন রবি। বাউটের প্রথম পয়েন্ট সংগ্রহ করেন রাশিয়ান অলিম্পিক সংস্থার জাউর। তিনি শুরুতেই ২-০ লিড নেন। তবে খানিক পরেই রবি সমতা ফেরান। শেষমেশ ফার্স্ট পিরিয়ডে ৪-২ পয়েন্টে পিছিয়ে ছিলেন রবি। সেকেন্ড পিরিয়ডেও প্রথম পয়েন্ট সংগ্রহ করেন জাউর। আরও পড়ুন: Tokyo Olympics 2020: পদক জয়ী ভারতের পুরুষ হকি দলের কোচ ও অধিনায়ককে কে ফোন করলেন? দেখুন ভিডিও

রবি কুমার দহিয়াকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লেখেন, 'রবি কুমার দহিয়া একজন অসাধারণ কুস্তিগীর! তাঁর লড়াইয়ের মনোভাব এবং দৃঢ়তা অসামান্য। টোকিওতে রুপো পদক জেতার জন্য তাঁকে অভিনন্দন। ভারত তাঁর কৃতিত্বে দারুণ গর্ব করে।'



@endif