Team India: বাদ পড়লেন পূজারা, পরিবর্তে যশস্বী, দুই দলেই মুকেশ, সাত তথ্যে টিম ইন্ডিয়ার দল নির্বাচন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অস্ট্রেলিয়ার কাছে হারের পর নতুন পথ চলা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া।

Cheteswar Pujara. (Photo Credits: Twitter)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অস্ট্রেলিয়ার কাছে হারের পর নতুন পথ চলা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। জুলাই থেকে শুরু হতে চলা ক্যারিবিয়ান সফর দিয়ে টেস্টে টিম ইন্ডিয়ার পথ চলা শুরু হচ্ছে।  আসন্ন ক্যারিবিয়ান সফরের জন্য ভারতের টেস্ট এবং ওয়ানডে দল স্কোয়াডের ঘোষণা করা হল। রোহিত শর্মা-র কাঁধেই থাকল টেস্ট এবং ওয়ানডে দলের দায়িত্ব। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যর্থ হওয়ায় চেতেশ্বর পূজারা দল থেকে বাদ পড়লেন। পূজারার পরিবর্তে প্রতিশ্রতিমান যশস্বী জয়সওয়ালকে টেস্ট দলে নেওয়া হল। বাংলার পেসার মুকেশ কুমারকে টেস্ট এবং ওয়ানডে দুটি দলেই রাখা হল।

আগামী ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু ভারতের দুটি ম্যাচের টেস্ট সিরিজ। আগামী ১২ জুলাই থেকে টিম ইন্ডিয়া নামবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলতে। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-২০ ম্য়াচ খেলবে টিম ইন্ডিয়া। টেস্ট, ওয়ানডে দলের স্কোয়াড ঘোষণা হলেও টি-২০-র দল পরে ঘোষণা করা হবে।  তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২৭ জুলাই থেকে। আরও পড়ুন- ভারতের ক্যারিবিয়ান সফরের সূচি ঘোষিত, জানুন কবে কী খেলা

১) বাদ চেতেশ্বর পূজারা: আইপিএলে কেউ তাঁকে দলে নেয়নি। কাউন্টিতে খেলে তাই ফাইনালের জন্য তৈরি হচ্ছিলেন। কিন্তু ওভালে অজিদের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যর্থ হয়েছিলেন পূজারা। ফাইনালের প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের তারকা করেছিলেন ১৪, দ্বিতীয়টিতে ২৭। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও রান পাননি ৩৫ বছরের পূজারা। পূজারাকে পিছনে ফেলে তাই তরুণদের দেখে নিতে চাইছেন নির্বাচকরা। দেশের হয়ে ১০৫টি টেস্টে ৭১৯৫ রান করেছেন পূজারা।

২) বাংলার পেসার মুকেশ কুমার টেস্ট এবং ওয়ানডে দলে: ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে নজর কাড়া বোলিং করে মুকেশ কুমার টেস্ট এবং ওয়ানডে দুটি দলেরই দরজা খুললেন। মুকেশের সামনে ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ নিজেকে প্রমাণ করার। মহম্মদ সামিকে বিশ্রাম দিয়ে, উমেশ যাদবকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হল মুকেশকে।

৩) ঋতুরাজ গায়কোয়েড় টেস্ট এবং ওয়ানডে দলে: আইপিএল ও রঞ্জি ট্রফিতে নজরকাড়া পারফরম্যান্সের ঋতুরাজকে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি দলেই রাখা হল। দেশের হয়ে এখনও পর্যন্ত ১টি ওয়ানডে ও ৯টি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলছেন মহারাষ্ট্রের সিএসকে-র তারকা। ওপেনার ঋতুরাজকে আগামী দিনের জন্য তৈরি করা হচ্ছে।

টেস্ট দল-

৪) যশস্বী জয়সওয়াল টেস্ট দলে: আইপিএলই বা ঘরোয়া ক্রিকেট। যশস্বীর ব্যাট হাতের যশ গোটা দেশকে মুগ্ধ করেছে। পূজারার পরিবর্তে নম্বরে তিনে যশস্বীকে সুযোগ দেওয়া হতে পারে। 

৫) সঞ্জু স্যামসন ওয়ানডে দলে: ঋষভ পন্থের অনুপস্থিতিতে কেরলের তারকা উইকেটকিপার সঞ্জু স্য়ামসনের সুযোগ পাওয়া প্রত্যাশিত ছিল। কিন্তু এর আগে বহুবার প্রত্য়াশিত সুযোগটা পাননি সঞ্জু। আবার নিজেকে প্রমাণের পালা সঞ্জুর সামনে।

ওয়ানডে দল-

৬) মহম্মদ সামি বিশ্রামে, বাদ উমেশ যাদব: একটানা খেলে যাওয়া মহম্মদ সামিকে বিশ্রাম দেওায়া হল। বুমরার অনুপস্থিতিতে অভিজ্ঞ সামির উপর অনেক চাপ পড়ছে বুঝতে পেরে  বিশ্বকাপের আগে বিশ্রাম পেলেন সামি। ফর্মে না থাকা উমেশ যাদব বাদ পড়লেন।

৭) টেস্টে সহ অধিনায়ক রাহানে, ওয়ানডে-তে হার্দিক: টেস্ট দলে সহ অধিনায়কের আসন ফিরে পেলেন কামব্যাক ম্যান আজিঙ্কা রাহানে। অন্যদিকে, ক্য়ারিবিয়ান সফরে রোহিতের ডেপুটি হলেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।