Team India Selectors, Chetan Sharma: বহিষ্কৃত চেতন শর্মাই ফের নির্বাচক প্রধান, কমিটিতে শিবসুন্দর, সুব্রত, আঙ্কোলা
অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর সরিয়ে দেওয়া হয়েছিল নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা-কে। রোহিত শর্মাদের ব্যর্থতার কোপ সরাসরি পড়েছিল চেতন শর্মা-দের ওপর।
অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর সরিয়ে দেওয়া হয়েছিল নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা (Chetan Sharma)-কে। রোহিত শর্মাদের ব্যর্থতার কোপ সরাসরি পড়েছিল চেতন শর্মা-দের ওপর। তবে দেশের প্রাক্তন ক্রিকেটাদের কাছ থেকে জাতীয় দলের নির্বাচক হিসেবে আবেদনপত্র খতিয়ে দেখার পর শেষ অবধি সেই চেতন শর্মাকেই ফের নির্বাচক কমিটির প্রধান হয়ে ফেরানো হল। ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বহিষ্কৃত চেতন শর্মাই এবার ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জাতীয় দল বাছবেন।
তবে বিশ্বকাপ হ্য়াটট্রিক করা প্রথম ভারতীয় চেতন শর্মা ছাড়া বাকি নির্বাচকরা নতুন। টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর চেতন শর্মাদের সঙ্গে হরবিন্দার সিং, সুনীল যোশী, দেবাশীষ মোহান্তিদেরও নির্বাচক কমিটি থেকে সরিয়ে দিয়েছিল বোর্ড। আরও পড়ুন-রাজকোটে আজ টি-২০ সিরিজের ফয়সালা, কেমন হতে পারে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ
দেখুন টুইট
এবার ওডিশা থেকে ভারতীয় দলে ওপেনার হিসেবে খেলা শিবসুন্দর দাশ-কে নির্বাচক কমিটিতে আনা হল। বিহার থেকে জাতীয় দলে খেলা পেসার সুব্রত ব্যানার্জি, মুম্বইয়ের প্রাক্তন পেসার সলিল আঙ্কোলা আর তামিলনাড়ুর হয়ে শতাধিক রঞ্জি ম্যাচে খেলা শ্রীধরন শরত (Sridharan Sharath)0কেও নির্বাচক হিসেবে আনা হল।
নতুন নির্বাচক কমিটি
নতুন নির্বাচক কমিটি- চেতন শর্মা (চেয়ারম্যান, উত্তর), শিবসুন্দর দাশ (পূর্ব), সুব্রত ব্যানার্জি (উত্তর), সলিল আঙ্কোলা (পশ্চিম) , শ্রীধরন শরত (দক্ষিণ)।