BAN vs IND Chattogram Test: দেড়শোতে শেষ বাংলাদেশ, ২৫৪ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ফের নামল ভারত

চট্টগ্রাম টস্টে বাংলাদেশকে ফলো-অন করালো না টিম ইন্ডিয়া। ভারতের ৪০৪ রানের জবাবে, প্রথম ইনিংসে সাকিব আল হাসান-রা মাত্র ১৫০ রানে অল আউট হয় গেলেন।

Kuldeep Yadav. (Photo Credits: Twitter/ImTanujSingh)

চট্টগ্রাম টেস্টে (Chattogram Test) বাংলাদেশকে ফলো-অন করালো না টিম ইন্ডিয়া (Team India)। ভারতের ৪০৪ রানের জবাবে, প্রথম ইনিংসে সাকিব আল হাসান-রা মাত্র ১৫০ রানে অল আউট হয়ে গেলেন। ২৫৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামল ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লাঞ্চের আগে পর্যন্ত ভারতের স্কোর বিনা উইকেটে ৪০ রান। লোকেশ রাহুলদের লিড বেড়ে হল ২৯০ রান।

প্রথম ইনিংসে ৪০ রান দিয়ে ৫ উইকেটের দুরন্ত স্পেল করলেন ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদব। টেস্টে এটা কুলদীপের কেরিয়া সেরা বোলিং হিসেব। এক ইনিংসে এটা নিয়ে মোট তিনবার পাঁচ উইকেট নিলেন কুলদীপ।

গতকাল, দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের স্কোর ছিল ৮ উইকেটে ১৩৩। অপরাজিত ছিলেন মেহিদি হাসান মিরাজ (১৬) ও ইবাদত হোসেন (১৩)। দিনের শুরুতেই ইবাদত (১৭)-কে ফিরিয়ে পাঁচ উইকেট তুলে নেন কুলদীপ। এরপর অক্ষর প্যাটেল আউট করেন মেহিদি হাসান (২৫)-কে। কুলদীপ ছাড়াও বাংলাদেশকে ১৫০ রানে অল আউট করতে বড় ভূমিকা নিলেন মহম্মদ সিরাজ (৩/২০)। উমেশ যাদব ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট নিলেন। আরও পড়ুন-কোন জার্সিতে বিশ্বকাপের ফাইনালে নামছেন মেসিরা!

দেখুন টুইট

তবে ব্যাট হাতে দুরন্ত হাফ সেঞ্চুরি করলেও প্রথম ইনিংসে উইকেট পেলেন না অশ্বিন। প্রথম ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান করলেন মুশফিকুর রহিম (২৮)। ৮ উইকেটে ১০২ থেকে বাংলাদেশ দেড়সো করতে পারল মেহিদি হাসান ও ইবাদত হোসেনের লড়াকু ব্যাটিংয়ের জন্য।



@endif