FIFA World Cup 2022: ৩৬ বছর পর বিশ্বকাপের মূলপর্বে খেলবে কানাডা, ভাগ্য ঝুলে মেক্সিকো-আমেরিকার

শেষবার কানাডা ফুটবল বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল, যেবার দিয়েগো মারাদোনা আর্জেন্টিনাকে কাপ এনে দিয়েছিলেন। এবার সেই কানাডাকে দেখা যাবে কাতার বিশ্বকাপে খেলতে।

Football. (Photo Credits: Getty Images)

শেষবার কানাডা ফুটবল বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল, যেবার দিয়েগো মারাদোনা আর্জেন্টিনাকে কাপ এনে দিয়েছিলেন। এবার সেই কানাডাকে দেখা যাবে কাতার বিশ্বকাপে খেলতে। উত্তর আমেরিকা জোন বা কনকাকাফ অঞ্চলে একটা ম্যাচ বাকি থাকতেই কাতারের টিকিট নিশ্চিত করল কানাডা। জামাইকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপে মূলপর্বে খেলা নিশ্চিত করে উত্তর আমেরিকার এই দেশ। যোগ্যতাপর্বের তৃতীয় রাউন্ডে মেক্সিকো (১৩ ম্যাচে ২৫), আমেরিকা যুক্তরাষ্ট্রের (১৩ ম্যাচে ২৫) মত দেশকে পিছনে ফেলে কানাডা (১৩ ম্যাচে ২৮)-ই এখন শীর্ষে।

উত্তর আমেরিকা থেকে তিনটি দেশ সরাসরি মূলপর্বে খেলবে। চতুর্থ স্থানে দেশকে ওশিয়ানিয়ার চ্যাম্পিয়ন দেশের বিরুদ্ধে প্লে অফে জিতে যোগ্যতাঅর্জন করতে হবে। পয়েন্ট টেবিল এখনও দুই ও তিনে থাকা আমেরিকা, মেক্সিকোকে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

দেখুন টুইট

চতুর্থ স্থানে থাকা কোস্টারিকা (১৩ ম্যাচে ২২) শেষ ম্যাচে জিতে গেলে হিসেব উল্টে যাবে। শেষ ম্যাচে আমেরিকার প্রতিপক্ষ কোস্টারিকা। আর মেক্সিকো খেলবে এল সালভাদোরের বিরুদ্ধে। গত বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পায়নি আমেরিকা যুক্তরাষ্ট্র।